E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় দুর্ধর্ষ ডাকাতি

২০১৬ ডিসেম্বর ০২ ১৮:৩৫:৪৪
লোহাগড়ায় দুর্ধর্ষ ডাকাতি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে কালো মুখোশ পরিহিত ৫/৬ জনের একটি ডাকাতদল অবসরপ্রাপ্ত সেনা সদস্য জামাল ভূইয়া’র বাড়ির গেইটের দুটি তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে।

এসময় ডাকাতরা আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও দেশীয় অস্ত্রের মুখে জামাল ভূইয়ার স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) ও স্কুল পড়ুয়া মেয়ে কুলসুম আক্তার (১৫) কে জিম্মি করে তাদের হাত বেঁধে মুখে স্ক্রচ টেপ লাগিয়ে দেয়। ঘরের আলমারি ও ষ্টীলের বাক্স ভেঙ্গে নগদ টাকা না পেয়ে কুলসুম আক্তারের ব্যবহৃত স্বর্ণালংকার, মোবাইল ও দামি কাপড় চোপড় লুট করে পালিয়ে যায়।

জামাল ভূইয়া’র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ ভূইয়া মাছের ঘের করার জন্য ব্যাংক থেকে ঋণ উত্তোলন করার কথা ছিলো। ঋণের টাকা বাড়িতে রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে ডাকাত দল ডাকাতি করতে পারে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test