E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে  মামলা প্রত্যাহারের দাবীতে স্মারক লিপি

২০১৬ ডিসেম্বর ২১ ১৫:৪৯:৩৭
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে  মামলা প্রত্যাহারের দাবীতে স্মারক লিপি

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় রানীশংকৈল  প্রেস ক্লাব গত ২১  ডিসেম্বর মামলা প্রত্যাহারের দাবীতে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

জানা যায়, বালিয়াডাঙ্গী আমজানখোর ইউনিয়নে জমি সংক্রান্ত ঘটনায় ৬ জন আহত সংবাদ প্রকাশিত হওয়ায় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, অনলাইন বিডি নিউজ পত্রিকার শাকিল আহাম্মেদ ও যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু সহ পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা ও ঠাকুরগাঁও আদালতে মানহানি এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

সাংসদের এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রানীশংকৈল প্রেস ক্লাব, উপজেলা নির্বাহি কর্মকতা ইফতেখারুল ইসলাম খন্দকার (অঃদাঃ) মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার মোর্শেদ, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক বিপ্লব,সহ-সভাপতি সেতাউর রহমান,অর্থ ও দপ্তর সম্পাদক খুরশিদ আলম শাওন,প্রচার সম্পাদক রেজাউল করিম প্রধান,নির্বাহী সদস্য আনোয়ার হোসেন,ফারুক আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন,স্মারকলিপিটি আজকের মধ্যই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হবে।












(এমকেএ/এস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test