E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কুমিল্লা নামে বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৭:২৯:৩৮
‘কুমিল্লা নামে বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ২২ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় দাউদকান্দিতে ‘কুমিল্লা’ নামে বিভাগ চাই দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় তরুণ সমাজের উদ্যোগে ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে আজ বুধবার সকালে দাউদকান্দি প্রেসক্লাবের সামনে স্বঃস্ফুর্তভাবে এ মানব বন্ধন করতে দেখা যায় তরুণদের। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে এই মানববন্ধনকে সমর্থন করেন নানান শ্রেণিপেশার মানুষ জন।

এ মানব বন্ধনে অংশ নেন, কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান, আল ফাতাহ ইসলামি একাডেমির অধ্যক্ষ মোঃ শাহআলম সরকার, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জয়, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, মোঃ মনির হোসেন, মোঃ মাহবুবুর রহমান লিটন, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রাজিব হোসেন, মোঃ শামীম আহমেদ, মোঃ সুমন, মোঃ এনামুল হক, মোঃ মাছুম সওদাগর, মোঃ রাশেল, মোঃ রকিব উদ্দিন, মোঃ শাহপরান, মোঃ হাবীবুর রহমান, মোঃ কবির হোসেন, সুরাইয়া আক্তার, আল-আমিন, মোঃ জুলহাস প্রমুখ।

মানববন্ধন শেষে এক পথসভায় কবি আলী আশরাফ খান বলেন, ‘আমাদের দাবি একটাই-‘কুমিল্লা’ নামেই আমরা বিভাগ চাই; এর কোন বিকল্প নাই। ময়নামতিকে বিভাগ ঘোষণা করার কোন যুক্তি আছে বলে আমরা মনে করি না। সুতরাং সরকার আমাদের প্রাণের দাবি, ‘কুমিল্লা’ নামে বিভাগ নামকরণ করবেন বলেই আমাদের বিশ্বাস’।

(এএকে/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test