E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২০১৭ মার্চ ১৫ ১৪:৩০:২৯
নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে স্ত্রী হত্যা মামলায় ফারুক শেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১টায় জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন।

আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের জলিল শেখের ছেলে ফারুক শেখ তার স্ত্রী মিতালী বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় ফারুককে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের হয়। নয়জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত ফারুক শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ফারুক বর্তমানে কারাগারে আছেন।

(ওএস/এএস/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test