E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ার উপ-নির্বাচনে ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

২০১৭ মার্চ ২৩ ১৯:১১:১৩
লোহাগড়ার উপ-নির্বাচনে ৫ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে দাখিলকৃত ৫টি মনোনয়ন পত্র মঙ্গলবার যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার ৫জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান, কোটাকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম হিমায়েত হোসেন হিমু’র মৃত্যুতে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়। মঙ্গলবার যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ বিএনপি, ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ মনোনয়নপত্র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী মৃত্যুবরণকারী সাবেক চেয়ারম্যানের স্ত্রী মারিয়া হোসেন, বিএনপি মনোনীত শেখ জামিল আহমেদ, সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র) , শেখ কামাল হোসেন (স্বতন্ত্র) ও মোসাম্মাৎ শাহিনা সুলতানা (স্বতন্ত্র)। এই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক অবস্থা খুব বেশি ভালো না। ফলে বিএনপির প্রার্থী ভোটের মাঠে খুব বেশি সুবিধা নিতে পারবে না। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩শত ১০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫ শত ৮৬ এবং মহিলা ভোটার রয়েছেন ৪ হাজার ৭ শত ২৪ জন। মঙ্গলবার প্রার্থীতা যাচাই বাছাই শেষে ৫টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। আগামী ২৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহার, ২৮ মার্চ প্রতিক বরাদ্দ এবং ১৬ এপ্রিল উপ-নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গত বছরের ৬ সেপ্টেম্বর এই ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ থেকে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে বিএম হিমায়েত হোসেন হিমু দায়িত্বভার গ্রহন করেন। এ বছরের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করলে ইউনিয়নটির চেয়ারম্যান পদ শুন্য হয়। এ পরিপ্রেক্ষিতে স্বল্প সময়ের ব্যবধানে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় ভোটাররা বলছেন, কোটাকোল ইউপির উপ-নির্বাচনে মূলত প্রতিদ্ধন্ধিতা হবে সদ্য প্রয়াত চেয়ারম্যান বিএম হেমায়েত হোসেন হিমুর স্ত্রী মারিয়া হোসেন ও সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলমের মধ্যে।

খান জাহাঙ্গীর আলম বলেন, অবাধ-সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। মারিয়া হোসেন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি অনেকটা সুবিধাজনক স্থানে রয়েছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদি।

(আরএম/এএস/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test