E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অ্যাপ্রোচে মাটি না থাকায় ব্রীজটি কোন কাজে আসছে না

২০১৭ এপ্রিল ০২ ১৫:১৩:১৪
অ্যাপ্রোচে মাটি না থাকায় ব্রীজটি কোন কাজে আসছে না

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : দশ গ্রামের মানুষের প্রাণের দাবি নেত্রকোনার মদন উপজেলার কুড়াই খালের উপর ব্রীজ  নির্মাণ হলেও অ্যাপ্রোচে মাটি না থাকায় এর উপর দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে জন সাধারন।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থ বছরে দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট নিমার্ণ প্রকল্পের কর্মসূচির আওতায় উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়েউড়া- দৌলতপুর রাস্তায় ২৬ লাখ ২ হাজার ৩৬ টাকা ব্যয়ে এ ব্রীজটি নির্মাণ করা হয়।

অ্যাপ্রোচের মাটি না থাকায় ব্রীজটি অকেজো হয়ে পড়ায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। হেমন্তকালে বেড়িবাধঁ দিয়ে যাতায়াত করতে পারলেও বর্ষাকালে জনগনের দূর্ভোগের অন্ত নেই। দৌলতপুর-তিয়শ্রী সংযোগ সড়কটি এই এলাকার অর্ধ লাখ লোকের যোগাযোগের সহজ মাধ্যম। উপজেলা সদরসহ পার্শবর্তী কেন্দুয়া উপজেলা ও কিশোরগঞ্জ জেলার সাথে এ সড়ক দিয়ে যোগাযোগে ১৫ কিলোমিটার দূরত্ব কমে । ফলে এ পথে প্রতিদিন মোটরসাইকেল,রিকশা, অটোরিকশা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য লোকজন যাতায়ত করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঠিকাদার ব্রীজ নির্মাণ করে দু’পাশের অ্যাপ্রোচের মাটি ভরাট না করে বিল উত্তোলন করে নিয়েছে। এখানে টিআর,কাবিখা প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সঠিক ভাবে কাজ না করায় ব্রীজের দু’পাশে মাটি নেই।

এ ব্যাপারে তিয়শ্রী ইউপি চেয়াম্যান ফখর উদ্দিন আহম্মেদ বলেন, এই ব্রীজটি মূলত আমার দায়িত্বভার গ্রহন করার আগেই নির্মাণ হয়েছে। তবে জরুরি ভিত্তিতে অ্যাপ্রোচে মাটি দেয়ার ব্যবস্থা করবো।

উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, চল্লিশ দিনের কর্মসূচি অথবা যে কোন একটি প্রকল্পের মাধ্যমেঅ্যাপ্রোচে মাটি ফেলার ব্যবস্থা করবো।


(এএমএ/এসপি/এপ্রিল ২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test