E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে সাংবাদিককে গাছের সাথে বেধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

২০১৭ এপ্রিল ০৯ ২৩:৩৫:৪৩
মাদারীপুরে সাংবাদিককে গাছের সাথে বেধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনির প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামকে গাছের সাথে বেধে নির্যাতন ও চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মাদারীপুর প্রেসক্লাব, দৈনিক সুবর্ণগ্রাম পরিবার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মাদারীপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করাসহ আগামী ৪৮ ঘন্টার মধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। যদি তা না হয়, তাহলে তারা আরো বড় আন্দোলনে নামবে।

মানববন্ধন শেষে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন এ বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলেন। এ সময় পুলিশ সুপার বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মাওলা আকন, ইয়াকুব খান শিশির, আলী আকবর খোকা, জহিরুল ইসলাম খান, মনির হোসেন বিলাস, আয়শা সিদ্দিকা আকাশী, সাংবাদিক শহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগমসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সুর্বণগ্রামের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রুবেল খান।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে কালকিনির পূর্ব এনায়েত নগর ইউনিয়নে যান সাংবাদিক শহিদুল ইসলাম। নির্বাচনী প্রচারণার ছবি তুলতে গেলে সাংবাদিক শহিদুল ইসলামের উপর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারসহ তার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নিয়ে গাছের সাথে বেধে নির্যাতন চালানো হয়। এই ঘটনায় পুলিশ চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার (৩০) ও নাজমুল খান (১৭) নামে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

(এএসএ/এএস/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test