E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ডিঙি নৌকা তৈরির হিড়িক

২০১৭ এপ্রিল ১০ ১৪:৫৫:১৭
মদনে ডিঙি নৌকা তৈরির হিড়িক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদনে আগাম নতুন পানি প্রবেশের সাথে সাথে ডিঙি তৈরির হিড়িক পড়েছে। উপজেলার সমিল ও ফার্নিচার দোকানগুলোতে দিনরাত ডিঙি তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছে   কাঠমিস্ত্রীরা।

বোরো জমিতে অপ্রত্যাশিত বন্যার পানি প্রবেশ করায় ডিঙি নৌকার চাহিদা অতিমাত্রায় বেড়ে গেছে। ফলে কাঠ ও মজুরীর মূল্য বেড়েছে। উপজেলার ফতেপুর, তিয়শ্রী, মদন, গোবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নে বোরো ফসল ঘরে তুলতে নৌকা কৃষকদের একমাত্র ভরসা।

এ ব্যাপারে পৌর সদরের কাঠমিস্ত্রী ক্ষিতিশ, নিতাই ও অরুন জানায়, প্রতিদিন ৪-৫ ডিঙি নৌকা বিক্রি করা হচ্ছে। কাঠ ও মজুরীর মূল্য বৃদ্ধি পাওয়ায় একেকটি ছোট ডিঙি নৌকা বিক্রি হচ্ছে ৭-৮ হাজার টাকায়।

উপজেলার বাঘমারা থেকে আসা ক্রেতা কাঞ্চন মিয়া জানান, আমার বোরো জমি তলিয়ে যাওয়ায় মদন থেকে ডিঙি নৌকা কিনি । তবে অন্য বছরের তুলনায় এবার এর দাম বেশী।


(এএমএ/এসপি/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test