E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শিবচরে মানববন্ধন

২০১৭ এপ্রিল ১১ ২০:৩৩:৪১
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শিবচরে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলামকে চাঁদাবাজি মামলা দিয়ে ফাঁসিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলার শিবচর উপজেলায় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার সড়ক-৭১ এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা।

শিবচর প্রেসক্লাব এর সভাপতি একেএম নাসিরুল হক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে সাংবাদিক শহিদুল ইসলামের মুক্তি ও দোষীদের শাস্তি দাবি করেন। এ সময় তারা কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালার অপসারণ দাবি করেন। এসময় শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ।

মানববন্ধনে শিবচর প্রেসক্লাব এর সভাপতি ৭১ টিভি’র সাংবাদিক একেএম নাসিরুল হক, যমুনা টিভির সাংবাদিক প্রদ্যুৎ কুমার সরকার, ইনকিলাবের মুফতি সাঈদ আহমেদ, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী, চ্যানেল নাইন এর শিব শংকর রবিদাস বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে শিবচর উপজেলার ইলেকট্রনিক, প্রিণ্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৭ এপ্রিল শুক্রবার দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগরে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদার ও তার সমর্থকরা শহিদুল ইসলামের উপর হামলা করে গাছে বেধে নির্যাতন চালায়।

(এএসএ/এএস/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test