E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ৩৯৬টি পরিবারকে টয়লেট দিলো ওয়ার্ল্ড ভিশন

২০১৭ এপ্রিল ১৭ ১৪:২৫:৩৫
ঠাকুরগাঁওয়ে ৩৯৬টি পরিবারকে টয়লেট দিলো ওয়ার্ল্ড ভিশন

ঠাকুরগাঁও প্রতিনিধি : শতভাগ স্যানিটেশনের লক্ষমাত্রা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ী ইউনিয়নের ৩৯৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করলো বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও শাখা।

সোমবার সকাল সাড়ে ১০টায় বেগুনবাড়ী ইউনিয়নের বালাপাড়াউচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গঁনে এ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন গুলো হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।

এ উপলক্ষে বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্দ্যোগে এক জনসমাবেশ ও আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমীন।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্ততরের উপ-পরিচালক তরিকুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ডা: নাসিমা আক্তার জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: আফাজউদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বেগুনবাড়ী যুবকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লা আল মাসুদ, স্থানীয় জনপ্রতিনিধি আব্দুর রাজ্জাক ও কর্মসূচি কর্মকর্তা নেলসন প্রমূখ।

সমাবেশে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এর এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম সঠিকভাবে বিশুদ্ধ পানির ব্যবহার, ওয়াশ ব্যবস্থাপনা, ১০০% স্যানিটেশনের লক্ষে ওয়াশ কমিটির ভূমিকা সহ শিশু অধিকার সু-রক্ষা, শিশুর প্রতি শারীরিক নির্যাতন বন্ধ, শিশুশ্রম প্রতিরোধ, ১০০% শিশুজন্ম নিবন্ধন, বাল্য বিবাহবন্ধ, শিশু অপুষ্টি দূরীকরণ, মান সম্মত শিক্ষা জোরদারকরণ ও মাদক মুক্ত সমাজ গঠনের বিষয়ে উদ্বুদ্ধকরন বক্তব্য প্রদান করেন।

এসময় সংস্থার উপকারভোগি, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী, অভিভাবক, সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,ঠাকুরগাঁওয়ে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন কাজ করে চলেছে বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আজ বেগুনবাড়ী ইউপিতে ৩৯৬টি পরিবারের মাঝে ১টি স্লাব ও ৬টি করে রিং হিসেবে মোট ৩৯৬ টি স্লাব ও ২৩৭৬টি রিং প্রদান করা হয়েছে।

(এফআইআর/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test