E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে কৃষকের মৃত্যু

২০১৭ এপ্রিল ২৯ ১৪:১০:০৪
মদনে কৃষকের মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার দুশ্চিন্তায় আঃ রাশিদ(৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মদন উপজেলার বালালী বাজারের মিনারুলের ফার্মিসিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মিনারুল জানান, শুক্রবার সন্ধ্যায় আঃ রাশিদসহ এলাকার কয়েক ব্যক্তি আমার ফার্মিসিতে বসে সরকারি সাহায্যের কার্ড আসার আলোচনা করতে থাকে। যারা সরকারি সাহায্য পাবে না আল্লাহ তাদের রক্ষা করবেন এমন বিলাপ করে এক পর্যায়ে আঃ রাশিদ দীর্ঘশ্বাস ফেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনা স্থলেই তিনি মারা যান।

দরিদ্র বর্গা চাষি আঃ রাশিদ ঋণ করে তলার হাওরে দুই একর জমিতে বিআর-২৮ জাতের ধান রোপন করেছিল। প্রথম দফায় অকাল বন্যায় পানিতে তার জমি তলিয়ে যায়। তখন থেকেই নানান বিলাপ করে অসুন্থ হয়ে পড়ে বলে তার পরিবারের লোকজন জানায়। ওই রাতেই জানাযা শেষে বাঘমারা কবর স্থানে তার লাশ দাফন করা হয়।


(এএমএ/এসপি/এপ্রিল ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test