E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা পরিষদ উপ-নির্বাচন

মদনে আওয়ামীলীগ- বিএনপির লড়াই

২০১৭ মে ০৬ ১৫:২৫:৩৪
মদনে আওয়ামীলীগ- বিএনপির লড়াই

আল মাহবোব আলম, মদন থেকে : আসন্ন নেত্রকোনার মদন উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভাসহ আট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীরা অবিরাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে। আগামী ১৬মে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। দু’প্রার্থীই দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জয় নিশ্চিত করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করছেন।

তবে এবার অকাল বন্যা,ঝড়, শিলা বৃষ্টিতে কৃষকদের ফসল ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ায় ভারাক্রান্ত মন থাকায় তাদের মাঝে নির্বাচনের আমেজ জমছে না । প্রার্থীরা অবিরাম মাইকিং করে ভোট চাচ্ছেন তাদের সালাম ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আর হাট-বাজার,বাসা-বাড়ি,অলি-গলি, দোকান-পাট, রাস্তা-ঘাটসহ সর্বত্রই প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে।

এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুছ। তিনি ছাত্র রাজনীতি থেকেই আওয়মীলীগের সাথে জড়িত। নিরীহ প্রকৃতির ব্যাক্তি হিসাবে তিনি উপজেলাবাসীর কাছে অতি পরিচিত। এই প্রথম জনপ্রতিনিধি হতে নির্বাচনে অংশ গ্রহণ করছেন। এ উপজেলায় বিএনপির শক্ত ঘাটি রয়েছে।

এ পর্যন্ত উপজেলা পরিষদের যতগুলো নির্বাচন হয়েছে অধিকাংশে বিএনপি ও তার বিদ্রোহী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দিতা করে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়ি এ উপজেলায়। গত দুটি উপজেলা নির্বাচনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতা করেছেন এবার তাকেই বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। তিনি উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ। দলীয় নেতা-কর্মীরা তার সাথে থেকে আসনটি পুনঃরুদ্ধার করার জন্যে আপ্রান চেষ্টা করছেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ জানান, মুক্তিযোদ্ধে অধ্যুষিত এ এলাকার মানুষ মূলত আওয়ামীলীগ ভাবাপন্ন । আওয়ামীলীগে গ্রুপিং থাকায় লোকজন বিভ্রান্ত হয়ে এদিক-সেদিক ছুটে।

এবার মানুষ যাতে বিভ্রান্ত না হয় সে লক্ষ্যে তৃনমূলের নেতাকর্মীদের সাথে বৈঠক করে ওয়ার্ড নির্বাচনী কমিটির গঠন করে দেয়া হয়েছে। দলের গ্রুপিং নিরসনের লক্ষ্যে জেলার নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা করে এক করছেন। সুষ্টু নির্বাচন হলে আওয়ামীলীগ প্রার্থীর জয় নিশ্চিত বলে তিনি মনে করেন । গত ২২ফ্রেরুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

(এএমএ/এসপি/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test