E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সড়ক-মহাসড়কে তীব্র যানজট

২০১৭ জুন ১৩ ১৬:৪০:৫৭
গোবিন্দগঞ্জে সড়ক-মহাসড়কে তীব্র যানজট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে ঢাকা-রংপুর মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে প্রচন্ড যানজটের কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে দূরপাল্লার বাসযাত্রীসহ গোবিন্দগঞ্জবাসীকে।

চলতি রমযান মাসেও এ থেকে রেহাই পাচ্ছে না বাসযাত্রী ও সাধারণ পথচারীরা। যানজট লেগেই আছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তা দখল করে আছে সিএনজি, টেম্পো, ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা। যত্রতত্র এসব যানবাহন পাকিং করে রাখাসহ যাত্রী ওঠানামা করায় এবং সেই সাথে মোড়ে মোড়ে চাঁদাবাজির কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছ্। অথচ যানজট নিরশনে গোবিন্দগঞ্জে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ থাকলেও তাদের নিস্ক্রিয়তায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, গোবিন্দগঞ্জ পৌর শহরের কেন্দ্র স্থলের কোন কোন রাস্তায় সিএনজি, টেম্পো, ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সাসহ বিভিন্ন যানবাহন রাস্তার প্রায় অর্ধেক এলাকা জুড়ে দখল করে আছে। এর মধ্যে চতুরঙ্গ মোড়, ভাগ্যকুঠির মোড়, হাইস্কুল মোড়, থানা চৌমাথা মোড়, বিদ্যূৎ অফিসের সামনে, মহিমাগঞ্জ রোডে এসব যানবাহন রাস্তার অর্ধেক অংশ দখল করে থাকাসহ ইসলামী ব্যাংকের সামনে ঢাকামুখী গাড়ীগুলো ঘন্টার পর ঘন্টা দাড়করিয়ে যাত্রী বুকিং করার কারণে এ যানজটের সৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশী যানজটের সৃষ্টি হচ্ছে রবিবার ও বৃহস্পতিবার দুই হাটের দিন। হাটের এ দুই দিনে গরু বহন করা অসংখ্য ভটভটি, লসিমন শহরের কেন্দ্রস্থলে গোলাপবাগ হাটে প্রবেশ করায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট এতই ব্যাপক যে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাকগুলোকে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে চরম ভোগান্তি পোহাতে হয়। শুধু তাই নয় যানজটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে এসব মোড়ে কিছু যুবক ও শ্রমিক সংগঠনের নামে প্রায় প্রতিটি যান-বাহন থেকে বেপরোয়া চাঁদাবাজির কারেণেও যানজটের সৃষ্টি হচ্ছে।

এছাড়া বিভিন্ন রোডে অবৈধ স্ট্যান্ড বানিয়ে ব্যস্ত সড়কে নিয়মিত যানজটের সৃষ্টি করছে একটি চক্র। এসব স্ট্যান্ড থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্র ও পুলিশ প্রশাসন। অথচ মহাসড়কে যানজট নিরশন করে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ও হাইওয়েপুলিশ থাকলেও যানজট নিরশনে তাদের কার্যকর ভূমিকা নেই বললেই চলে।

গাড়ী চালক আব্দুল কাফি জানান, তার গাড়ী গাইবান্ধা থেকে বগুড়ার মধ্যে চলাচল করে। গাড়ীটি গেটলক হয়ে চলাচল করলেও গোবিন্দগঞ্জ শহর পার হতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। এতে করে যাত্রী সাধারণ যেমন দূর্ভোগের শিকার হচ্ছে তেমনি সময়ের অপচয় ও গাড়ীর জ্বালানী খরচও বেড়ে যাচ্ছে।

ঢাকা থেকে রংপুরগামী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিার্থী সুমন রায়হান গোবিন্দগঞ্জে যানজটে আটকা পড়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, অবস্থা দেখে মনে হচ্ছে এখানে কোন ট্রাফিক পুলিশ , হাইওয়ে পুলিশ বা আইন শৃংখলা বাহিনীর সদস্য বলতে কেউ নেই। যে যার ইচ্ছে মত এলোপাথারী গাড়ী ঢুকে দিয়ে এবং গাড়ী পার্কিং করে যানজটের সৃষ্টি করছে।

পৌরসভা এলাকার পান্থাপাড়ার মুনছুর আলী ক্ষোভো প্রকাশ করে বলেন পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, কিন্তু তাদের কোন কার্যক্রম না থাকায় গোবিন্দগঞ্জ পৌরশহরের কেন্দ্রস্থলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরশনে কোন ভুমিকা না রেখে তারা সীমানায় দাড়িয়ে যানবাহন আটকিয়ে চেকিংয়ের নামে টাকা আদায়ে ব্যস্ত।

এ ব্যপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাসার যানাবাহন আটোরিকশায় টাকা আদায়ের ঘটনা অস্বীকার করে বলেন, চৌমাথা মোড়ে মহাসড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে খনন করে রাখায় বর্ষায় সে জায়গা গুলোতে পানি জমে থাকায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেনা। সেই সাথে চৌমাথা মোড়ে ঢাকাগামী যানবাহনের বুকিং কাউন্টার থাকায় সেখানে যাত্রী ওঠানোর জন্য বাসগুলো দাড়িয়ে থাকায় অহরহ যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া শহরের ভিতর মহাসড়ক সংকীর্ন হওয়ায়এবং যানবাহনের অত্যাধিক চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হচ্ছে। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করছি যানজট নিরশনের।

(এসআরডি/এসপি/জুন ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test