E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্ঘটনারোধে গাইবান্ধায় পুলিশের লিফলেট বিতরণ

২০১৭ জুন ১৫ ১৭:৫২:৫৪
দুর্ঘটনারোধে গাইবান্ধায় পুলিশের লিফলেট বিতরণ

হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামুলক ক্যাম্পেইন হিসেবে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানোর এক বিশেষ কর্মসূচী পালন করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

তিনি বাস, অটো, রিকসা-ভ্যানের যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামুলক এসব লিফলেট বিতরণ করেন এবং বাস ও অটোরিকসায় স্টিকার লাগিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, গাইবান্ধা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু প্রমুখ।

লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ যাত্রীদের উদ্দেশে বলেন, যাত্রাপথে অপরিচিত লোকের দেয়া যে কোনো ধরণের খাবার পরিহার করতে হবে। প্রয়োজনে স্থায়ী দোকান থেকে খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য যাত্রীদের প্রতি আহবান জানান তিনি। তিনি চালকদের উদ্দেশে বলেন, নির্ধারিত ডিউটির বাহিরে ও ঘুম চোখে গাড়ি চালাবেন না। সকল ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। এছাড়া অজ্ঞানপার্টির তৎপরতা চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানান।

(এইচআইবি/এএস/জুন ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test