E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুর পৌরসভার বাজেট ঘোষণা

২০১৭ জুলাই ১২ ১৫:৪৫:২১
দুর্গাপুর পৌরসভার বাজেট ঘোষণা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে সাংবাদিকদের কাছে এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস ছালাম। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৮লক্ষ ৫০হাজার টাকা। উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৬ কোটি ৭৫লক্ষ টাকা। প্রকল্প খাত থেকে আয় আসবে ৭কোটি ১০ লক্ষ টাকা। মূলধন খাতে আয় ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। সবমিলিয়ে মোট বাজেট ১৭ কোটি ৪৩ লক্ষ টাকা।

গত অর্থ বছরের এই পৌরসভার বাজেট ছিল ১৩ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার টাকা। যা বর্তমান বছরে ৪ কোটি টাকা বেশি।

বাজেট ঘোষণা কালে মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর মোঃ আকরাম হোসেন, মোঃ সাচ্চু মিয়া, মশিউর রহমান বাদল, পৌর ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ আলম সহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পেসক্লাব সভাপতি নিতাই সাহা, সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, মোহন মিয়া, এস.এম রফিকুল ইসলাম রফিক, তোবারক হোসেন খোকন, জামাল তালুকদার, নির্মলেন্দু সরকার বাবুল প্রমূখ।

(এনএস/এসপি/জুলাই ১২, ২০১৭)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test