E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিখায় জোর পূর্বক সংখ্যা লঘু পরিবারের জমি দখলের চেষ্টা, আহত ৩

২০১৭ জুলাই ২১ ১৬:৫০:০২
শালিখায় জোর পূর্বক সংখ্যা লঘু পরিবারের জমি দখলের চেষ্টা, আহত ৩

মাগুরা প্রতিনিধি : জমি দখলকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের মহিলাসহ ৩ জনকে বেধড়ক মারধোর করে দেশত্যাগের হুমকি দিয়েছে একই গ্রামের কতিপয় ভুমি খেকো সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮টায় মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে।

নির্যাতিত পরিবারের সদস্য রঞ্জন রজক জানান- পুলুম বাজার সংলগ্ন ২শতক জমি আমার পৈত্রিক সম্পত্তি। যা দীর্ঘদিন ধরে একই গ্রামের বাসিন্দা মোঃ কামরুজ্জামান কারফু ও মোঃ খায়রুল ইসলাম এ সম্পত্তি দখল করার জন্য পায়তারা করে চলছিলো। ঘটনাটি আমি স্থানীয় চেয়ারম্যান শেখ ফিরোজকে জানাইলে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের সহায়তায় সার্বেয়ার আমিন দ্বারা জরিপ করে আমাদের দখল বুঝিয়া দেন। আমরা উক্ত জমিতে টিনের ঘর নির্মান করিতে গেলে কামরুজ্জামান ও তার সংঘবদ্ধ স্বশস্ত্র লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা করে।

এসময় হামলাকারিরা আমার ও আমার স্ত্রী পারুল রজককে বেধড়ক মারপিঠ করে মারাত্মক জখম করে। এ সময় আমার ছেলে রমেন রজক আমাদেরকে রক্ষা করতে আসলে তাকেও মারপিঠ করে ভারতে যাওয়ার হুমকী দেয়। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

অভিযুক্ত কামরুজ্জামান জানায় – আমারা প্রায় ২০ বছর আগে রঞ্জন রজকদের কাছ থেকে কিনেছি। আমার জমি পৌনে ১৪ শতক এবং বাউন্ডারী করা। তারপরও আমি জায়গা পাবো। আজ সকালে রঞ্জন রজকরা ঘর করতে গেলে আমরা শুধুমাত্র বাধাঁ দিয়েছি । তবে কোন মারধরের ঘটনা ঘটে নাই। আমাদের নামে যে অভিযোগ হয়েছে তা মিথ্যা।

চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন জানান দীর্ঘদিন যাবত কারফুরা জোর পূর্বক উক্ত জমি দখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসছিলো। গত কয়েক দিন পূর্বে আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহাযতায় র্সাভেয়ার দিয়ে মেপে প্রত্যেককেই জমি বুঝে দিয়েছি এবং সীমানার পিলার করে দেওয়া হয়। আজ সকালে রঞ্জন রজকরা ঘর করতে গেলে কামরুজ্জামান ও তার লোকজন লাঠিসোটা নিয়ে অর্তকিত হামলা করে। এ সময় আক্রমনে রঞ্জন রজকের স্ত্রী পারুল রজকসহ ৩ জন আহত হয় বলে শুনেছি। এঘটনার সুষ্ঠ বিচারের পাশাপাশি এ সংখ্যালঘু পরিবারটির নিরাপত্তার দাবি জানান।

শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান- এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ডিসি/এএস/জুলাই ২১, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test