E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইয়ের উপর দিয়ে হেঁটে মদন শিক্ষা অফিসের টয়লেট ব্যবহার

২০১৭ জুলাই ২৫ ১৫:১৩:৪০
বইয়ের উপর দিয়ে হেঁটে মদন শিক্ষা অফিসের টয়লেট ব্যবহার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা মদন প্রাথমিক শিক্ষা অফিসের টয়লেটের প্রবেশ পথে  পুরাতন পাঠ্য বইয়ের স্তুপ রাখায় প্রতিদিন এর উপর দিয়ে  যাতায়ত করছে শিক্ষক ও কর্মচারীরা।

দীর্ঘ দিন ধরে এ অবস্থা বিরাজ করলেও দেখার যেন কেউ নেই। মঙ্গলবার দুপুরে শিক্ষা অফিসে সরেজমিনে গেলে এ দৃশ্য চোখে পড়ে।

এ উপজেলায় রয়েছে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় । অফিস স্টাফ ও শিক্ষকগণ প্রতিনিয়তই পাঠ্য পুস্তুকের উপর দিয়ে হেটে একমাত্র এই টয়লেটটি ব্যবহার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান,বইয়ের উপর দিয়ে হেটে টয়লেটে যেতে মনে কষ্ট পাই। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে মূল্যবান এ বইগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান,গোডাউন না থাকায় পুরাতন অনুপযোগী বই গুলো টয়লেটের সামনে রাখা হয়েছে। অচিরেই এ গুলো নিলামে বিক্রি করে দেয়া হবে।

(এএমএ/এসপি/জুলাই ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test