E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চিরঞ্জীব কমরেড মণি সিংহে‘র ১১৬তম জন্মবার্ষিকী

২০১৭ জুলাই ২৮ ১৪:২৬:০৭
চিরঞ্জীব কমরেড মণি সিংহে‘র ১১৬তম জন্মবার্ষিকী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বৃটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দেলনের মহানায়ক ,মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা , সমাজতন্ত্রের মহান নেতা , ইতিহাসের প্রবাদ পুরুষ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি কমরেড মণিসিংহ এর ১১৬ তম জন্মবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে পালিত হল দুর্গাপুর নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে।

শুক্রবার দিবসটি পালন উপলক্ষে কমরেড মণিসিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে , সকাল ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,পায়ড়া উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন মেলা উদ্যাপন কমিটির আহবায়ক বর্ষীয়ান নেতা প্রবীণ রাজনীতিবীদ দূর্গা প্রসাদ তেওয়ারী, কমরেড মণিসিংহের একমাত্র তনয়া ডাঃ দিবালোক সিংহ। পরে মণিসিংহে‘র প্রতিকৃতিতে পূস্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এর পর এক আনন্দ শোভাযাত্রা দুর্গাপুর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দুর্গাপুর উপজেলার সিপিবি‘র সাধারণ সম্পাদক আলকাছ মীরে‘র সঞ্চালনায় , মেলা উদ্যাপন কমিটির আহবায়ক বর্ষীয়ান নেতা প্রবীণ রাজনীতিবীদ দূর্গা প্রসাদ তেওয়ারী‘র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

প্রবন্ধ উপস্থাপন করেন আয়কর উপদেষ্টা অজয় সাহা। আলোচনায় অংশ নেন ,সিপিবি‘র কেন্দ্রিয় নেতা ডাঃ দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, অধ্যাপক রফিকুল ইসলাম, আদিবাসী নেতা খগেন্দ্র হাজং, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা প্রমূখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, মণিসিংহে‘র মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ৩১ ডিসেম্বর থেকে ৭দিন ব্যাপি টঙ্ক স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে সাতদিন ব্যাপি মণিসিংহ মেলা অনুষ্ঠিত হয়।

(এনএস/এসপি/জুলাই ২৮, ২০১৭)


পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test