E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ত্রাণের চাল কালো বাজারে বিক্রির চেষ্টা মামলার তিন আসামী রিমান্ডে

২০১৭ সেপ্টেম্বর ১২ ২০:১৬:১৭
কেন্দুয়ায় ত্রাণের চাল কালো বাজারে বিক্রির চেষ্টা মামলার তিন আসামী রিমান্ডে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল  ইউনিয়নের আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ত্রানের ৮শ কেজি চাল কালো বাজারে বিক্রির চেষ্টা মামলার তিন আসামীকে মঙ্গলবার ১ দিনের পুলিশি রিমান্ডে আনা হয়েছে।

তিন আসামীর মধ্যে রয়েছে সাদেক, জুলহাস ও জুয়েল। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক এসআই রুকন উদ্দিন মঙ্গলবার জানান, মামলার এজাহারভুক্ত তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত ১ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

এদিকে মামলার বাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে আনা হয়েছে, তাদের দেয়া তথ্য ও জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকসহ ৫ জনের বিরুদ্ধে থানায় গত ২৯ আগষ্ট মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক, জুলহাস ও জুয়েল বলেছে ইউপি চেয়ারম্যানের নির্দেশই তারা ইউনিয়ন পরিষদ থেকে ত্রানের চাল কালো বাজারে বিক্রির জন্য তিন চাকা বিশিষ্ট অটোযোগে অন্যত্র সরিয়ে নিচ্ছিল। ইউপি চেয়ারম্যান ও বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর তালুকদার মল্লিক গত ০৬ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট ডিভিশন থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে এসেছে। তাকে ৬ সপ্তাহের মধ্যে নেত্রকোন জুডিশিয়াল ম্যাস্টিট্রেট আদালতে হাজির হতে উচ্চ আদালত থেকে নির্দেশ দিয়েছে। অভিজ্ঞ মহলে প্রশ্ন উঠেছে ইউপি চেয়ারম্যানকে অই মামলা থেকে অব্যাহতি দিতেই ৩ আসামীর রিমান্ডে এনে জিজ্ঞাসাদের প্রক্রিয়া।

এ বিষয়ে মামলার বাদীকে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের দেয়া তথ্য মতেই মামলা করেছি। এখন পুলিশের কাছে তারা নতুন কিছু বলে কিনা তা আমার জানা নেই।

(এসবি/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test