E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় সচিবসহ ৯ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৮:৪৪:৩৩
কেন্দুয়ায় সচিবসহ ৯ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের ১০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বাদী হয়ে জাতীয়করনের বাদীতে উচ্চ আদালতে রিট পিটিশন করেছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জানান ১৯৯৪/১৯৯৫ সালে শিক্ষার প্রসারে তারা ১০ টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সরকারি বিধি মোতাবেক যা যা প্রয়োজন সব কাগজপত্র ও অবকাঠামোগত চাহিদা মেটানো হয় বলে তাদের দাবী।

প্রায় দুই হাজার ছাত্র/ছাত্রী নিয়ে ৪০ জন শিক্ষক শিক্ষিকা পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন। ইতিমধ্যে উপজেলা ও জেলা যাচাই বাচাই কমিটি যাচাইপূর্বক এসব বিদ্যালয়গুলোকে জাতীয়করণের লক্ষ্যে মন্ত্রণালয়ে কমিটির সুপারিশসহ রির্পোট জমা দেন। কিন্তু অজ্ঞাত কারণে এসব বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ায় প্রধান শিক্ষকগণ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব বিদ্যা-১, মহা-পরিচালক বাধ্যতামূলক, মহা-পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপ পরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা, জেলা প্রশাসক, নেত্রকোনা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, নেত্রকোনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দুয়া ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিবাদী করে এ রিট পিটিশন করেন।

বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-গগডা ভূঞাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সাঈদা নূরমহল সাদেক চৌধুরী সাউদপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বানু আক্তার মজলিশপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসন আলী তালুকদার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চান মিয়া দাইপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মোজাফরপুর বেপারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শিমুলিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তারের নেছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌমুরিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহনেওয়াজন শোলাকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম রিয়াজ উদ্দিন গত পরশু ১২ সেপ্টেম্বর এক চিঠিতে গতকাল ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে মামলা পরিচালনার লক্ষ্যে বাদীগণকে উপস্থিত রাখার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে রিট পিটিশনের আইনগত পদক্ষেপের বিষয়ে আলোচনা করে নির্দেশনা প্রদান করার জন্য সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ বুধবার সকল রিট পিটিশনকারীদের সাথে আলোচনা করেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে মো: ওবায়দুল্লাহ বলেন, রিট পিটিশনের আইনগত পদক্ষেপের বিষয়ে আলোচনা করে নির্দেশনা প্রদান করতেই বাদীগণের সঙ্গে আলোচনা করেছি। এদিকে শাহ নেওয়াজ শোলাকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম জানান, আমার বিদ্যালয়সহ ১০ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করায় সচিবসহ ৯ জনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন করা হয়েছে। আমাদের সকল কাগজপত্রই বৈধ রয়েছে।

(এসবিএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test