E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনা ভাড়ায় আ. লীগের অফিস দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান হুমায়ুন চৌধুরী

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৫:৫৮:২৯
বিনা ভাড়ায় আ. লীগের অফিস দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান হুমায়ুন চৌধুরী

কেন্দুয়া  (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দুয়া উপজেলা শাখার নেই কোন নিজস্ব অফিসের ভূমি, নেই কোন নিজস্ব অফিস। এভাবেই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ভাড়া করা ঘরে বা অন্যের দেয়া বিনা ভাড়া ঘরে চলছে দলের কার্যক্রম। বর্তমান উপজেলা আওয়ামীলীগের বিনা ভাড়ায় একটি অফিস ঘরে দিলেন উপজেলার ১৩ নং পাইকুড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী।

গত ১৫ আগষ্ট এই অফিসের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয় জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের মধ্যে দিয়ে। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চেয়ে না পেয়ে ঘোড়া প্রতীক স্বতন্ত্র চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। বর্তমানে তিনি কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।

১৭ সেপ্টেম্বর উপজেলা সদরে তার দেয়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের প্রাঙ্গনে তার ব্যক্তিগত চেম্বারে বিনা ভাড়ায় আওয়ামীলীগের অফিস দিয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। অতীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। দল থেকে তো আপনাকে মনোনয়ন দেয়নি তবুও আপনি দলের হয়ে কাজ করছেন।

এর জবাবে হুমায়ন কবির চৌধুরী বলেন, থানা রোডে আমার বাবা আব্দুল জব্বার চৌধুরী ৮০-র দশকে বিনা ভাড়ায় আওয়ামীলীগের জন্য অফিস দিয়েছিলেন। আওয়ামীলীগ করি, জাতির পিতার আদর্শের রাজনীতি করি, তাই যতদিন আওয়ামীলীগের নিজস্ব অফিস না হবে ততদিনই তারা যদি থাকতে চান এতে আমার কোন দ্বিমত থাকবে না। তবে এ বিষয়ে আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোন চুক্তি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মো: নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, বিন ভাড়ায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য একটি অফিস ঘর দিয়েছেন হুমায়ুন কবির চৌধুরী। যত দিন আমরা অন্যত্র না যাই ততদিনই এখানে আমরা অফিস কার্যক্রম পরিচালনা করতে পারব। হুমায়ুনের এ ত্যাগ ভবিষ্যতে দলের নেতাকর্মীরা স্মরণ রাখবে বলে আশা করি।

উল্লেখ্য এই ঘরটি অন্যত্র ভাড়া দিলে ২ লাখ টাকা অগ্রিম দিয়ে প্রতিমাসে ৪/৫ হাজার টাকা ভাড়া আদায় হত।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test