E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিফটে আটকে পড়লে যা করবেন

২০১৪ জুলাই ০৪ ১০:৩৯:৩১
লিফটে আটকে পড়লে যা করবেন

নিউজ ডেস্ক : ব্যপারটা একইসাথে দুর্ভাগ্যজনক ও আতঙ্কের। বহুতল ভবনে ওঠার জন্য লিফটের ভেতরে ঢুকে আটকে পড়ার অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। কিন্তু অনেকেই এই সময় মাথা ঠাণ্ডা রাখতে পারেন না, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। চলুন জেনে নেয়া যাক কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়া যেতে পারে।

(১)'Door Open' বাটনে চাপ দিন
যদি আপনি লিফটে আটকে যান, তবে লিফটের 'Door Open' লেখা বাটন চাপ দিন। যদি দরজা খুলে যায় তবে আগে দেখুন লিফটি কোন তলার ফ্লোরের সমতলে রয়েছে কিনা। যদি তা না হয় তবে তাড়াহুড়ো করে বের হতে গেলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারেন।

(২) “Call” বাটন ব্যবহার করুন
যদি লিফটের দরজা কোনভাবেই খোলা সম্ভব না হয় তবে দরজার পাশেই থাকা ‘এলার্ম(alarm)’ চিহ্নিত বাটন চাপ দিন ও বাইরে থেকে কারো সহযোগিতার জন্য অপেক্ষা করুন। এছাড়া বর্তমানে বেশিরভাগ লিফটেই দুই দিক থেকেই কথা বলা যায় এরকম স্পিকার কিংবা টেলিফোন থাকে। ফলে লিফটে কেউ আটকে পড়লেও সেই স্পিকার বা ফোনের মাধ্যমে ঐ ভবনের উদ্ধারকারী দলের সাথে কথা বলতে সক্ষম হবেন।

(৩) শান্ত থাকুন
লিফটের ভেতরে আটকে পড়লে সবচেয়ে জরুরি হচ্ছে মাথা ঠাণ্ডা রাখা ও শান্ত থাকা। কারণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুরো ব্যপারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যদি আপনি claustrophobic বা ছোট আবদ্ধ জায়গায় আটকে যাবার ভয়ে ভীত হয়ে পড়েন তবে চেষ্টা করুন লম্বা শ্বাস নিয়ে নিজের মনঃসংযোগ অন্য কিছুতে নিবদ্ধ করতে। মনকে শান্ত করার জন্য উল্টো দিক থেকে সংখ্যা গণনা শুরু করতে পারেন। এমনকি যদি লিফটের ভেতরের তাপমাত্রা বেশি হয়ে যায় তবুও আতঙ্কগ্রস্ত হবেন না, কারণ লিফটের ভেতরে বাতাস চলাচলের জন্য যথেষ্ঠ জায়গা থাকে।

কিছু সাধারণ বিষয় মাথায় রাখুন
- লিফটে পা দিলেই আপনি বুঝতে পারবেন সেটি ফ্লোর বা মেঝের সমতলে রয়েছে কিনা।
-যদি দেখেন লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে তবে দৌড়ে তাতে ঢোকার চেষ্টা পরিহার করুন কিংবা লিফটকে থামানোর চেষ্টা থেকে বিরত থাকুন। ধীর-স্থিরভাবে অপেক্ষা করুন, লিফট কিন্তু সেই ভবন থেকে পালিয়ে যাচ্ছে না!
-লিফটের দরজার কাছ থেকে নিজে ও নিজের জিনিসপত্র দূরে থাকুন। কোন জরুরি অবস্থা সৃষ্টি হলে বের হওয়ার জন্য দরজার অংশ খালি থাকা জরুরি।
-যদি আপনি একাই লিফটে ওঠেন, তবে লিফটের দেয়ালের কাছে দাঁড়ান।
- ছোট শিশুরা যেন একা একা লিফটে না উঠে সেটি লক্ষ্য রাখুন।
- যেসব ভবনের লিফট পুরনো হয়ে গিয়েছে সেক্ষেত্রে লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা উচিত। মাসে অন্তত একবার পরীক্ষা করে দেখা উচিত কারিগরীভাবে লিফটে কোন সমস্যা আছে কিনা।

(ওএস/অ/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test