E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাল লাগাটাই ভালোবাসা নয়

২০১৮ ফেব্রুয়ারি ০৩ ১৬:৫২:১১
ভাল লাগাটাই ভালোবাসা নয়

লাইফস্টাইল ডেস্ক : অনেকেই আছেন যারা মোহকে ভালোবাসা ভেবে ভুল করেন। উঠতি বয়সী তরুণ তরুণীরা এ ভুলটা বেশি করেন। কাউকে ভালো লাগলেই মনে করে বসেন এই বুঝি ভালোবাসা।

কিন্তু তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগাটাই ভালোবাসা নয়। এ বিষয়টি অনেকেই বুঝতে চান না। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ তা বুঝবার কয়েকটি উপায় রয়েছে। এ নিয়ে হাফপোস্টে একটি প্রতিবেদন করা হয়েছে। সেটি অবলম্বনে আসুন জেনে নিই কোনটি ভালোবাসা আর কোনটি মোহ।

১. মোহ`র সঙ্গে শরীরের একটা আকর্ষণ থাকে। ভালোবাসার অনুভূতি হয় হৃদয়ের গভীর থেকে।

২.মোহ`র কারণে মানুষ কারো প্রতি অযৌক্তিক কিংবা পাগলের মতো আচরন করে। ভালোবাসা মনকে শান্ত করে।

৩. তাৎক্ষনিকভাবে কাউকে ভাল লাগলে সেটা হয় মোহ। আর ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয়।

৪. মোহ তীব্র হয়।কিন্তু এর স্থায়ীত্বতা খুব কম সময় থাকে। অন্যদিকে ভালোবাসার অনুভূতি কখনও শেষ হয় না।

৫. মোহ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভালোবাসা অনেক বেশি নিয়ন্ত্রাধীন।

৬.মোহ`র সঙ্গে কোনো উদ্দেশ্য জড়িত থাকে। ভালোবাসার কোনো উদ্দেশ্য থাকে না।

৭.মোহ মানষকে হিংসাপরায়ন ও আসক্ত করে তোলে। ভালোবাসা অন্যকে বুঝতে সাহায্য করে, বিশ্বাস তৈরি করে।

৮. মোহ একজনকে ধবংস করে। আর ভালোবাসা একজনকে পরিপূর্ণ হতে সাহায্য করে।

৯.মোহ স্বার্থপর বানায়, ভালোবাসা দয়ালু তৈরি করে।

১০. মোহ নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। ভালোবাসার কোনো সময়সীমা নেই।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test