E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

দেশীদশ-এর ঈদ উপহার

২০১৮ আগস্ট ১০ ১৪:৫৫:৪২
দেশীদশ-এর ঈদ উপহার

লাইফস্টাইল ডেস্ক : দেশের অন্যতম দশ প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশন শিল্প যাদের কাজের মূল ভিত্তি। এবারের কোরবানীর ঈদে সম্মানিত ক্রেতাসাধারণকে উপহার দিচ্ছে ১৫% বিশেষ মূল্যছাড়। বাছাই করে নয়, সকল পণ্যে অফারটি চলবে ঈদ পর্যন্ত।

দেশীদশ -এর বসুন্ধরা সিটি শপিং মল, গুলশান, চট্টগ্রাম ,সিলেট,বগুড়া ও নারায়ণগঞ্জ আউটলেটে নিতে পারবেন মূল্যহ্রাসের এই অভাবনীয় সুযোগ। এই মূল্যহ্রাসে কিনতে পারবেন পছন্দের ঈদের পোশাক ও অন্যান্য পন্য অপেক্ষাকৃত কম দামে।

গুণগ্রাহীদের সবসময়ের প্রত্যাশা পূরণে এই ঈদে মূল্যছাড়ের সুযোগ বিশাল ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করে দেশীদশ ।

দেশীদশের আউটলেটে ভোক্তারা পাবেন ঈদ আয়োজনের এক্সক্লুলিভ প্রতিটি ফ্যাশন পণ্য। পোশাক, অ্যাক্সেসরিজ, গয়না, হোমটেক্সটাইল, উপহার সামগ্রী ইত্যাদি আছে নতুন আয়োজনে, ডিজাইনের নতুন উপস্থাপনায়।

একই সঙ্গে পাচ্ছেন দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ফ্যাশন হাউজ: নিপুন, কেক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর ঈদ আয়োজন সুলভ মূল্যে।

(ওএস/এসপি/আগস্ট ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test