E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১৬:৪৮:২৩
ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক : দুইটি বিশেষ দিন একইসঙ্গে। বাঙালি বেশ ঘটা করেই বরাবর উদযাপন করে আসছে পয়লা ফাল্গুন। তারই ধারাবাহিকতায় এ বছর পয়লা ফাল্গুন উদযাপিত হবে ১৪ ফেব্রুয়ারির দিনে।

সবাই জানে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিকে ঘিরে সবার মনেই ভিন্ন রকমের পরিকল্পনা থাকে। এ বছর একই দিনে বাঙালি দুইটি উৎসব পালন করবে।

আর বাঙালিয়ানার খাতিরে পয়লা ফাল্গুনে সবাই হলুদ বা সুবজ শাড়িতেই নিজেদের জড়িয়ে রাখেন নারীরা। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে ভালোবাসা দিবসে আবার অনেকেই লাল পোশাক পরতে পছন্দ করেন।

তাই এবারের ১৪ ফেব্রয়ারিতে সবাই যেমন খুশি তেমন পোশাকই পরতে পারেন। কেউ চাইলেই পরতে পারেন হলুদ-সবুজ বা কেউ লাল শাড়ি।

অন্যদিকে পুরুষরাও হলুদ পাঞ্জাবি, লাল বা যেকোনো রঙের পোশাক পরেই দিনটি উদযাপন করতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক ১৪ ফেব্রুয়ারির দিনে কীভাবে সাজবেন-

>> যেহেতু শীত অনেকটাই কমেছে দিনের বেলায়। তাই ভারি পোশাকের বদলে একটু হালকা পোশাক পরুন এদিন।

>> এদিন ফুলের বাহার সবখানেই। তাই সাজসজ্জার সঙ্গে চুলে একটু ফুল জড়িয়ে নিতে পারেন। লাল, হলুদ, সাদা যেকোনো রং আপনার পোশাকের সঙ্গে মানিয়ে নিতে পারেন।

>> দিনে বাইরে বের হলে অনেক বেশি সাজ এড়িয়ে চলুন। উচ্চমাত্রার মেকাপ এড়িয়ে চলুন।

>> ছেলেদের পাঞ্জাবি একটু জাঁকালো হলে বেশ ভালোই লাগবে।

>> বিকেলের দিকে বের হলে সঙ্গে একটি শাল রাখুন।

>> মেয়েরা চুল খোলা না রেখে একটু হাতখোপা বা বেনিতে ফুল গুঁজে নিতে পারেন এতে বেশ জমকালো লাগবে।

>> শাড়ির সঙ্গে গয়নার রং, ফুলের সংযোগটা যুতসই হচ্ছে কিনা একটু যাঁচাই করে নেবেন।

>> নারীরা চাইলে জামদানি, সুতি, সিল্ক বা জর্জেটের শাড়ি পরতে পারেন। সঙ্গে থ্রি-কোয়ার্টার ব্লাউজ ভালো মানিয়ে যাবে।

>> দিনে বের হওয়ার সঙ্গে অবশ্যই সানগ্লাস রাখবেন। আর সানস্ক্রিন মুখে, গলায় ও হাতে মেখে বের হবেন।

>> চোখ সাজাতে হালকা আইশ্যাডো ব্যবহার করুন। মাশকারা আর আইলাইনার গাঢ় করে লাগিয়ে নিন, চোখের নিচে চওড়া করে কালো কাজল দিন। দেখবেন সাজ ফুটে উঠেছে।

>> ঠোঁটে দিন লাল কিংবা বাদামি ন্যুড রঙের লিপস্টিক। আর কপালে একটি লাল রঙের বড় টিপ।

>> যদি কোনো বড় অনুষ্ঠানে যেতে হয়, তবে গর্জিয়াস ড্রেস পরতে পারেন। সঙ্গে হালকা গয়না ও মেকআপ করবেন।

>> যেহেতু করোনাকাল, তাই বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখতে ভুলবেন না।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test