E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছেলেদের রূপচর্চা

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১১:৪২:৪৯
ছেলেদের রূপচর্চা

ডেস্ক রিপোর্ট : ছেলেদের রূপচর্চার কোনো প্রয়োজন নেই—এমনটি অনেকে মনে করেন। আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি পুরু হয়। এই গরমে ত্বক আরও নিষ্প্রাণ ও তামাটে হয়ে যায়। অফিসে এসি, বাইরে বের হলেই গনগনে রোদ।

আবহাওয়ার তারতম্যের কারণে ত্বকের ওপর ও অনেক প্রভাব পড়ে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলাবালির প্রলেপে ত্বকের রং তামাটে, রুক্ষ ও ম্লান হয়ে যায়। ছেলেদের ত্বকের এ খসখসে ভাব দূর করতে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। তাইতো এখন মেয়েদের পার্লারের পাশাপাশি ছেলেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ‘জেন্টস পার্লার’।

গরমে ছেলেদের ত্বকের যত্ন : ব্যস্ততার কারণে অনেক সময়েই বাইরে পার্লারে যাওয়া সম্ভব হয় না ছেলেদের। তাই একটু কষ্ট করে সপ্তাহে একদিন বাড়িতে বসেই নিতে পারেন ত্বকের যত্ন। প্রতিদিন রোদ থেকে বাসায় আসার পর অবশ্যই পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলতে হবে।

এতে করে বাইরের সব ধুলা ময়লা দূর হয়ে যাবে। ফলে ব্রণ হওয়া থেকে মুক্ত থাকবে। সপ্তাহে একদিন মুখে মধু ব্যবহার করা যেতে পারে। ৩-৪ চামুচ মধু নিয়ে মুখে ভালোভবে মেখে নিন। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের খসখসে ভাব দূর হবে এবং ত্বক কোমল হয়।

ওটামিলকে সারারাত পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে পানি মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন। এটা সম্পূর্ণ মুখে মাস্কের মতো লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। কোমল এবং নরম ত্বকের জন্য দুটি ডিমের সাদা অংশ একসঙ্গে বিট করে এতে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। এবার এটাকে সম্পূর্ণ মুখে মাস্কের মতো করে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মুখের ধুলাবালি দূর করার জন্য সপ্তাহে দু’দিন ভালো ফেসিয়াল স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। অথবা পেঁপে, শসা, আপেল পেস্ট করে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বেসনের পেস্ট, মধু ও দুধ মুখের ত্বকে লাগান। এতে ত্বকের বলিরেখা দূর হবে। এছাড়া মুখে নিয়মিত চন্দন বাটা লাগালে ব্রণ দূর হয়ে যাবে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test