E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউরিন ইনফেকশন প্রতিরোধে করণীয়

২০২৩ সেপ্টেম্বর ১৬ ১২:৩২:৩৭
ইউরিন ইনফেকশন প্রতিরোধে করণীয়

নিউজ ডেস্ক : ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণে নারী-পুরুষ এমনকি ছোটরাও ভোগেন। তবে নারীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। যদিও এর অনেক কারণ আছে।

আসলে নারীদের মূত্রদ্বার উন্মুক্ত। এ কারণে হতে পারে ইনফেকশন। এছাড়া পরিষ্কার না থাকা, পাবলিক টয়লেট ব্যবহার করা ইত্যাদি কারণেও ইউরিন ইনফেকশন ঘটে।

ইউরিন ইনফেকশন কেন হয়?
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূলত হয়ে থাকে ই কোলাই ব্যাকটেরিয়ার কারণে। এই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে থাকে। তবে তা যখন মূত্রনালি থেকে শরীরে প্রবেশ করে, তখনই সমস্যার সৃষ্টি হয়।

নারীদের মূত্রদ্বার উন্মুক্ত হওয়ায় খুব সহজেই মলদ্বার হয়ে ব্যাকটেরিয়া প্রবেশ করে মূত্রদ্বারে। এর থেকে তৈরি হয় ইনফেকশন। তাই প্রতিটি মানুষকে অবশ্যই বিষয়টি নিয়ে ভাবতে হবে।

ইউরিন ইনফেকশন কাদের বেশি হয়?
১. আগে ইউরিন ইনফেকশন হয়েছে
২. শারীরিক ঘনিষ্ঠতার সময় সচেতন না থাকা
৩. প্রেগন্যান্সি
৪. হাইজিন মেনে না চলা ইত্যাদি।

ইউরিন ইনফেকশনের লক্ষণ কী কী?
১. জ্বর
২. বারবার প্রস্রাব হওয়া
৩. প্রস্রাব পরিষ্কার না হওয়ার অনুভূতি
৪. তলপেটে ব্যথা
৫. ইউরিনে রক্ত ইত্যাদি।

ইউটিআই প্রতিরোধে করণীয়
১. পর্যাপ্ত পানি পান করুন
২. শারীরিক ঘনিষ্ঠতার পর প্রস্রাব করুন
৩. প্রতিদিন গোসল করুন
৪. গোপনাঙ্গ পরিষ্কার রাখুন
৫. গোপনাঙ্গে স্প্রে, পাউডার কিংবা প্রসাধনীর ব্যবহার এড়িয়ে চলুন ও
৬. পাবলিক টয়েলট ব্যবহার এড়িয়ে চলুন।

বারবার প্রস্রাবে সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এর সঠিক চিকিৎসা গ্রহণ না করলে কিডনিতেও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকুন।

তথ্যসূত্র : মায়োক্লিনিক/ওয়েবএমডি

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test