E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

হাত-পায়ে ঝি ঝি ধরে! যা খাবেন

২০২৪ মে ১৩ ২০:০৪:৩৩
হাত-পায়ে ঝি ঝি ধরে! যা খাবেন

নিউজ ডেস্ক : অনেকক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে থাকলে ঝি ঝি ধরে যায়। অনেক সময় হাতে ভর দিয়ে শুলেও এমনটা হতে পারে।

কখনও হাত-পায়ে সুচ ফোটার মতো অনুভূতিও হয়। হৃদযন্ত্র থেকে পরিস্রুত রক্ত সারা শরীরে স্বাভাবিকভাবে ছড়িয়ে না পড়লে শারীরবৃত্তীয় নানা কাজকর্ম বিঘ্নিত হতে পারে বলেই মত চিকিৎসকদের। শরীরে রক্ত সঞ্চালন ঠিক মতো না হলে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে। রক্তপ্রবাহের গতি শ্লথ হলে অল্পতে ক্লান্ত হয়ে পড়ার মতো লক্ষণও দেখা যায়। নিয়মিত শরীরচর্চা করলে যেমন এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। তেমনই কিছু খাবার রয়েছে, যা নিয়মিত খেলে শরীরে রক্ত সঞ্চালনের হার কিছুটা হলেও উন্নত করা যেতে পারে।

লাল রঙের ফল-সবজি
খাবারের তালিকায় বেদানা, গাজর, বিট, পেঁয়াজ, লাল বেল পেপার, লাল নটে শাকের মতো সবজি, ফল নিয়মিত খেতে হবে। পুষ্টিবিদরা বলছেন, বেদানায় রয়েছে পরিফেলন ও নাইট্রেট, যা রক্ত সঞ্চালনের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রাও বাড়িয়ে তুলতে সাহায্য করে। বিট, গাজরের মতো সবজিতে নাইট্রেটের পরিমাণ বেশি, যা সহজেই নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়। এ যৌগ শরীরের বিভিন্ন পেশির টিস্যুতে রক্তের প্রবাহ ভালো রাখে এবং রক্তবাহিকাগুলোকেও আরাম দেয়।

সাইট্রাস জাতীয় ফল
মুসাম্বি, কমলা, আমলকি, আঙুরে ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ বেশি। এ ফলগুলো খেলে রক্তের চাপ কমে। ফলে রক্তবাহিকায় যদি কোনোভাবে প্রদাহ হয় তাও নিয়ন্ত্রণে থাকে।

বাদাম ও বিভিন্ন রকম বীজ
প্রতি দিন পাঁচটি করে কাঠবাদাম, একটি আখরোট ও বিভিন্ন ধরনের বীজ খেলেও রক্তের চাপ বশে থাকে। এ সমস্ত খাবারে অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ই ও ফলিক অ্যাসিডের পরিমাণ বেশি। এ সমস্ত উপাদানই রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(ওএস/এএস/মে ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test