E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রিয়জনের অভিমান ভাঙ্গানোর কৌশল

২০১৪ মে ১০ ২৩:৩৩:৪৫
প্রিয়জনের অভিমান ভাঙ্গানোর কৌশল

মাঝে মাঝে খুব সামান্য বিষয়ই নিয়েই দম্পতির মাঝে ঝগড়া হয়। কিন্তু সেই ঝগড়া কখনও চুড়ান্ত পর্যায়ে অর্থাৎ হাতাহাতি পর্যন্ত  পৌছাঁয়। আপনি কী আপনার প্রিয়জনের সাথে ঝগড়া করেছেন? বেশ কিছুক্ষণ ধরে একে অপরের সাথে কথা হচ্ছে না? চিন্তা নাই। অভিমান ভাঙ্গানোরও কৌশল আছে।

ভুল স্বীকার করুন:

যদি আপনি বুঝতে পারেন যে ভুলটা আপনারই তখন নিজের ভুল স্বীকার করুন। আপনার প্রিয়জনের কাছে যেয়ে সরল মনে সততার সাথে ‘সরি’ বলুন। পাশাপাশি তাকে অনুরোধের সাথে জানিয়ে দিন এমন কাজ আর হবে না।

তাকে খুশি করুন:

আপনার প্রিয়জনের রাগ কমাতে তার জন্য চমকপ্রদ উপহার কিনুন এবং তাকে বিস্মিত করুন। এ ক্ষেত্রে ফুল মাঝে মাঝে খুব ভালো উপহার হতে পারে।কিছু উপহার তাকে হাসাতে পারে। তাকে বুঝতে দিন যে আপনি তার জন্য যে কোনো কাজে করতে প্রস্তুত।

তাকে লিখুন:

সহজে যোগাযোগের জন্য চিঠি লেখার চেয়ে সর্বোত্তম পদ্ধতি নেই বললেই চলে। কিন্তু হাতে লেখা চিঠির একটি আলাদা মর্যাদা আছে।

চমকে দিন:

তার জন্য সুন্দর কিছু করার পরিকল্পনা করুন। এজন্য রাতে বাইরে কোথাও এক সাথে খাওয়া একটি ভালো সুযোগ হতে পারে। একটি পুরোদিন তার সাথে মজা করে কাটিয়ে দিতে পারেন যা তাকে আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করবে।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test