E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজের যে ভুলগুলো শুধরে নেয়া উচিত!

২০১৪ জুন ০৩ ১৪:২৭:৪৫
নিজের যে ভুলগুলো শুধরে নেয়া উচিত!

নিউজ ডেস্ক : ‘ভুল’ শব্দটার সাথে মানুষের একটা সখ্যতা আছে! কারণ মানুষ মাত্রই ভুল করে থাকেন। প্রতিনিয়ত আমরা সবাই কম বেশি ভুল করে থাকে। জীবনে চলার পথে আমরা সকলেই অনেক ভুল করে থাকি।

কিছু কিছু ভুল আমাদের মনে জন্ম দেয় অনুশোচনার, নিজেকে আরও উন্নত করতে সহায়তা করে। আর কিছু ভুল সুন্দর জীবনটকে এলোমেলো করে দেয় মুহূর্তেই। মনের অজান্তে ভুল হলে তা সম্পর্কে আমাদের কিছুই করার থাকে না। কিন্তু জেনে বুঝে ভুল করলে পরবর্তীতে দিতে হয় চড়া মাসুল।

আমরা অনেক সময়ই এমন ভুলগুলো করে থাকি যার ফলে আজীবন আমাদের তার মাশুল দিতে হয়। জেনে নিন এমন কিছু ভুল সম্পর্কে যেগুলো আপনি সঠিক মনে করেই করছেন।

বাবা মায়ের নির্ধারিত পথে চলা
সব চাইতে কষ্টকর সময় হয় বাচ্চাদের জন্য যখন বাবা মা তাদের লক্ষ্য স্থির করে দিয়ে থাকেন। হয়তো দেখা গেল বাচ্চাটি হতে চায় লেখক কিংবা আঁকিয়ে, কিন্তু বাবা মা তাকে বানাতে চান ডাক্তার বা ইঞ্জিনিয়ার। এই ভুলটির চাইতে বড় কোনো ভুল হতে পারে না মানুষের জীবনে। প্রতিটি মানুষের আলাদা গুণ রয়েছে, তার নিজস্ব ইচ্ছা রয়েছে। তার মনের বিরুদ্ধে যেয়ে সে হয়তো বাবা মায়ের নির্ধারিত পথে চলবে কিন্তু উন্নতি করতে পারবে না। কারণ তার মন অন্যদিকে কাজ করে। ফলে পরবর্তীতে গিয়ে পস্তান অনেকেই। তাই বিনা বাক্যব্যয়ে মেনে নেয়ার চাইতে একটু বোঝান নিজের অভিভাবককে।

অভিভাবকের কথা না শোনা
আপনার নিজের ইচ্ছাটা বাবা মায়ের কাছে তুলে ধরার মানে এই নয় যে আপনি সকল কথায় নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য দেবেন। মনে রাখবেন বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল চিন্তা করতে পারেন না। তারা যা বলেন তা তাদের অভিজ্ঞতা থেকেই বলেন। হয়তো এর মর্ম আপনি এখন বুঝতে পারছেন না। কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝে পস্তানো ছাড়া কিছুই করতে পারবেন না। আপনি আপনার নিজের লক্ষ্যস্থির করে ভেবে বসবেন না যে আপনি একা একাই পথ চলতে পারবেন। তারা যখন নিজেদের অভিজ্ঞতা থেকে কিছু বলবেন তখন তাদের কথার গুরুত্ব দিন।

অন্য জনকে অনুকরণ
অনেক সময় নিজের অবস্থান নিজের কাছে পছন্দ হয় না অনেকেরই। তখন নিজের সাথে দ্বন্দ্বের সমাধান করেন অনেকে অন্যের অনুকরণ শুরু করে। নিজের সত্ত্বা ভুলে গিয়ে একেবারে অন্যরকম একজন মানুষের মতো আচার আচরণ শুরু করেন অনেকে। ভেবে থাকেন এতে করে হয়তো সকলের প্রিয় পাত্র হতে পারবেন। কিন্তু এটি অনেক বড় ভুল। আপনি অন্য একজনের মতো অনুকরণ করলে কখনোই কারো মন জয় করতে পারবেন না। বরং নিজের সত্ত্বাই হারিয়ে ফেলবেন। সুতরাং এই ভুলটি করবেন না।

অযথা মিথ্যে বলা
অনেকে এমন আছেন নিজেকে বড় বলে জাহির করার জন্য নানা ব্যাপারে ছোট ছোট অনেক মিথ্যে বলে থাকেন। মনে করেন এগুলো বলে নিজেকে অন্যের সামনে বড় কিছু বলে উপস্থাপন করা হয়। কিন্তু এটি অনেক বড় একটি ভুল। আপনি নিজেকে উপস্থাপনের জন্য বলা এই ছোট মিথ্যে গুলোই ভবিষ্যতে আপনার জন্য ডেকে আনতে পারে নতুন বিপদ। তাই মিথ্যে তা যে যতোই ছোট হোক বলতে যাবেন না।

জীবনটাকে উপভোগ করতে না পারা
অনেকেই আছেন মানুষের কথায় কান দিয়ে কিংবা নিজের রুটিনের কারণে নিজের জীবনের অনেক বড় একটি অংশ উপভোগ করতে পারেন না। করতে পারেন না অ্যাডভেঞ্চারাস কিছু। পরে বয়স হয়ে গেলে আফসোস করে থাকেন। তাই এই ব্যাপারে পস্তাতে না চাইলে সময় থাকতে খানিকটা হলেও উপভোগ করে নিন নিজের জীবনকে।

সত্যিকারের ভালোবাসা ছেড়ে দেয়া
অনেক সময় ভুল ক্রমে এবং দুর্ঘটনা বশত কিংবা পরিবারের কথায় অনেকে নিজের ভালবাসার মানুষটিকে বিসর্জন দিয়ে থাকেন। জীবন কাটান এমন একজনের সাথে যার সাথে কখনোই সেই মনের সম্পর্ক স্থাপন করতে পারেন না। এই ভুলটি কোনো ক্রমেই করতে যাবেন না। যদি আপনি মনে করেন আপনার পছন্দের মানুষটি আপনার সত্যিকারের ভালোবাসা তবে সর্বশক্তি দিয়ে তাকে ধরে রাখুন, জীবনে পস্তাতে হবে না।

(ওএস/এটিঅার/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test