E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীতকালে চুলের যত্নে দারুণ টিপ্স

২০১৬ নভেম্বর ১৬ ১৭:১৪:৪৯
শীতকালে চুলের যত্নে দারুণ টিপ্স

নিউজ ডেস্ক : রুক্ষ এবং শুষ্ক চুল শীতের একটা বড় সমস্যা। শীতে কীভাবে নেবে চুলের যত্ন দেখে নিই ঝটপট।

* সপ্তাহে অন্তত দু’দিন তেল গরম করে মাথায় লাগাবে। এতে চুলের আদ্রর্তা থাকবে।

* শীতকালে গরম জলে চুল ধোবে না, কারণ গরম জল চুলের ময়েশ্চার শুষে নেবে।

* শীতকালে হালকা ধরনের শ্যাম্পু লাগাবে। কারণ বেশি ক্ষারযুক্ত শ্যাম্পু চুলকে আরও রুক্ষ করে দেবে। অ্যান্টিফ্রিজ় শ্যাম্পুও ব্যবহার করতে পার। এতে চুলে জট পড়বে না।

*সপ্তাহে যতবার শ্যাম্পু করবে, কন্ডিশনার লাগাতে ভুলবে না।

*শ্যাম্পু করার পর, শীতকালে ড্রায়ার না ব্যবহার করাই ভাল। চেষ্টা করবে চুল স্বাভাবিকভাবে শুকোতে।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test