E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীতে অর্থদাবী করা ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

২০২৩ মার্চ ০৬ ১৭:৪০:৫৬
গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচীতে অর্থদাবী করা ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিককের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির এমআইএস চলাকালীন সময়ে ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার জেলা প্রশাসক সুপারিশ করেন।

সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই ব্যস্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারারস্থা গ্রহণ করে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত চিঠিতে ৯ ফেব্রুয়ারী তারিখে (স্মারক নং ৪৬.০০.০০০০.০১৭.২৭.০০৩.২১.৯৩) সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় একই আইনের ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদ সদস্যকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, ইউপি সদস্য সাময়িক বরখাস্তের চিটি হাতে পেয়েছি।

(এস/এসপি/মার্চ ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test