E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

অস্ত্রসহ একাধিক মামলার আসামি গুলি মাসুদ গ্রেফতার

২০২৩ মার্চ ২৭ ১৮:৩২:০৭
অস্ত্রসহ একাধিক মামলার আসামি গুলি মাসুদ গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গুলি মাসুদ গ্রেপ্তার হয়েছে। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লেফটেন্ট কমান্ডার কে এম শাইখ আখতার।

তিনি সংবাদ সম্মেলনে জানান, র‍্যাব-৮ ফরিদপুর ক্যাম্প অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে আসছে দীর্ঘদিন যাবৎ। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদের বিষয়টি জানতে
পারে। গ্রেফতার কৃত কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ একজন পেশাদার অস্ত্র, মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ মোট ০৪ (চার) টি মামলা রয়েছে। চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামী এই গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদ। সে স্বাভাবিক আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং জনমনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করছিল। তার উপর র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল। এরই ভিত্তিতে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর তার নিজ বসত বাড়ীতে অস্ত্র সহকারে জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এবং সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক
দল ২৭ তারিখ সকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড এ্যামোনেশন ও চাকুসহ গুলি মাসুদ কে আটক করে । তার পরিচয় নাম মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মৃত আজগর আলী মন্ডল, দয়ালনগর, থানা-রাজাবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০১ রাউন্ড এ্যামোনেশনও চাকুসহ এবং ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আমরা বিশ্বাস করি তার গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরে আসবে এবং আইন শৃংখলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় থাকবে।

উদ্ধারকৃত বিদেশী পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদক, সন্ত্রাস চাঁদাবাজি সহ সকল প্রকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র‍্যাবের কার্যক্রম চলমান থাকবে।

(ডিসি/এসপি/মার্চ ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test