E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ শিশু-কিশোর

২০২৩ নভেম্বর ১১ ১৯:৪৩:০৫
টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ শিশু-কিশোর

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার আদি টাঙ্গাইল ছাপড়া মসজিদ এলাকার ৩৩ জন শিশু -কিশোর জামাতে ৪০ দিন নামাজ আদায় করে বাইসাইকেল পুরষ্কার পেয়েছে। আর যারা জামাতে ঠিকমত অংশ গ্রহণ করতে পারে নাই এমন ৯ জনকে দেওয়া হয়েছে সান্ত্বনা পুরস্কার।

জানা যায়, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরষ্কারের ঘোষণা দিয়ে ছিলেন মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইন। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে তারা বাইসাইকেল পুরষ্কার জিতে নিয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বাদ মাগরিব আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইনের উদ্যোগে ওই মসজিদের পরিচালনা কমিটি এ আয়োজন করে।

মসজিদ কমিটি সূত্রে জানা যায় , কয়েকদিন আগে মসজিদের ইমাম সাহেব ঘোষণা দিয়েছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যারা একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে তাদের একটি করে বাইসাইকেল পুরষ্কার দেওয়া হবে। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদ মুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ সামাজিক-যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে এই আয়োজনকে এলাকার সবাই স্বাগত জানিয়েছেন।

নামাজে অংশ নেয়া কিশোর আলিফ আহসান,আয়ান আহসান তাজিম, আরিফুর রহমান স্বচ্ছ, আমানুর রহমান স্বদেশ, ফারহান আবিদসহ অনেকেই বলেন, শুধুমাত্র পুরষ্কারের জন্য নয়, বরং মহান আল্লাহকে সন্তষ্ট করতেই নামাজ আদায় করেছে তারা। তবে পুরষ্কারের ঘোষণা দেয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়।

অভিভাবক রহিমা রহমান জানান, আমার দুই ছেলেই ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেয়েছে। সাইকেল পাওয়া একটি ভালো কাজের স্বীকৃতি। এই প্রাপ্তি বড়ই আনন্দের। এতে শুধু অংশগ্রহণকারী শিশুরাই নয় শুদ্ধ হয়েছে তাদের পরিবারও। পরিবারের এতো ছোট শিশু যদি পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে পরিবারের অন্য সদস্যরা নামাজ বাদ দিয়ে বসে থাকতে পারে না। একজন শিশুকে ফজর ওয়াক্তে ঘুম থেকে তুলে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আমরাও নামাজ আদায় করেছি। এতে করে ৩৩ টি পরিবারই নামাজের আওতায় এসেছে। এমন আয়োজন ও আয়োজকদের জন্য শুভকামনা রইল। যারা অর্থ,বুদ্ধি ও নানা রকম ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি মহান আল্লাহর দরবারে অনেক দোয়া। আল্লাহতালা সকলকে হেফাজত করুন। আর এমন প্রোগ্রাম সকল মহল্লার মসজিদে চালু করা হোক।

মসজিদের ইমাম মোহাম্মদ ইসমাইল হোসাইনে বলেন, মূলত কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ শুদ্ধ করে শিখতে পারে সেই উদ্দেশ্যে এই টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়ার ঘোষণা। ঘোষনার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা হিসাব রাখার জনপ্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেয়া হতো। যদি কেই কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেয়া হতো। প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিক ভাবে নামাজ শিক্ষা ও নামাজ সর্ম্পকে জরুরি মাসয়ালাও শেখানো হয়। নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সর্ম্পকে শিক্ষা দেওয়া হয়েছে।

(এসএএম/এএস/নভেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test