E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে সর্বজনীন পেনশন মেলার উদ্ধোধন

২০২৪ এপ্রিল ২৯ ১৭:০৪:৪১
সুবর্ণচরে সর্বজনীন পেনশন মেলার উদ্ধোধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ৫ দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা উদ্ধোধন করা হয়েছে। দেশের জনগণকে পেনশন কর্মসূচির প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন। প্রথম ধাপে চট্রগ্রাম বিভাগের আওতায়  উপজেলার চর জুবিলী ইউনিয়ন প্রাঙ্গণে ৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে একাধিক স্টল অংশ নেয়। প্রথম দিনেই মানুষের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আজ সোমবার বেলা ১২ টায় চরজুবিলী ইউনিয়ন পরিষদে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

চরজিবলীর চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সুবর্ণচর শাখার ম্যানেজার, চরজুবলী ইউনিয়ন পরিষদের সচিক মোঃ নাঈম, তথ্যসেবার পরিচালক মোঃ হানিফ, ইউপি সদস্য আখতার উদ্দিন শাহীন, ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারি রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।

এসময় প্রধান অতিথিকে অনেকে প্রশ্ন করেন, আমার টাকা কি আমি পাব? আচ্ছা, সরকারি ব্যাংকে টাকা রাখলে কি মানুষ ফেরত পান? এসব প্রশ্নের উত্তরে আল আমিন সরকার বলেন, ‘আপনার টাকা আপনি সরকারকে দিচ্ছেন। আপনি টাকা ফেরত পেলে আপনার টাকা নিরাপদ। আপনার টাকা পেনশন কর্তৃপক্ষের কাছেও নিরাপদ। সরকারের কাছে এই টাকা থাকবে। এই টাকা নিরাপদ বিনিয়োগ করে যে লাভ হবে, সেই টাকা দিয়ে আপনাদেরকে পেনশন দেবে। অনেক ‘হায় হায়’ কোম্পানি আছে। সেখানে লোভ দেখিয়ে টাকা নেওয়া হয়।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন স্কিম রয়েছে। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ স্কিম নেওয়া হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test