E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে তিনটি ইট ভাটায় প্রশাসনের অভিযান

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৩:২৬:১৫
ফরিদপুরে তিনটি ইট ভাটায় প্রশাসনের অভিযান

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন  ফরিদপুর জেলা প্রশাসন। এ সময সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার বিকেল চারটায় ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদের নেতৃত্বে ফরিদপুর জেলা সদরের তিনটি ইটভাটায় অবৈধভাবে কাঁচা মাল পোড়ানোসহ বিভিন্ন অপরাধে সর্বমোট সাড়ে ৪ লক্ষ টাকা জরিমান করা হয়েছে।

এ অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাঈদ আনোয়ার, পরিদর্শক টিপু সুলতানসহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

ফরিদপুর সদর উপজেলার বাহিরদিয়া এলাকার মেসার্স ফ্যানকো ব্রিকস্ ইন্ডা: (এফবিআই) স্বত্বাধিকারী অনিল কুমার ২ লাখ, শিবরামপুর এলাকার পিএমবি ব্রিকসের স্বত্বাধিকারী মো. ফিরোজ খাঁন গোপালকে ২ লাখ টাকা ও সদর উপজেলার মুরারীদহ এলাকার মেসার্স এআরএম ব্রিকসের স্বত্বাধিকারী মো. এনামুল তারিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী তিন ইটভাটা থেকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের সমম্বয়ে গঠিত টিমের নেতৃত্বে ফরিদপুরের বিভিন্ন উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

(ডিসি/এএস/২০ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test