E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩৩:৪৫
ফুলপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুতের ২০০ কেভি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার গভীররাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওরা গ্রামে চওড়া বাড়ী সংলগ্ন স্থানে ওই চুরির ঘটনা ঘটে। 

এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। বর্তমানে বোরো ধানের মৌসুম থাকায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসলি জমিতে জরুরী সেচ দিতে পাচ্ছেন না তারা। সবজি ও মাছ চাষিদের ক্ষেত্রেও একই অবস্থা। হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, চুরি যাওয়া ওই ট্রান্সফরমার থেকেই পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সেখানে প্রায় ৩ শত গ্রাহক রয়েছে।

স্থানীয় মুসুল্লিরা জানান, মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাওয়ার সময় ট্রান্সফরমার চুরির বিষয়টি তাদের নজরে আসে। তবে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়ে বিদ্যুৎ অফিসের লোকজনের হাত রয়েছে বলে অনেকেই ধারণা করছেন।

এ বিষয়ে ফুলপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, উক্ত ঘটনায় স্থানীয়দের দ্বায় রয়েছে। তাদেরকে আরো সচেতন হতে হবে।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test