E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফেনীর দুর্ধর্ষ ‘ক্যাডার’ আরেফিন ও সন্দ্বীপের কাউন্সিলর ইউসুফ গ্রেপ্তার  

২০২৫ মে ১৫ ২০:০০:৪৩
ফেনীর দুর্ধর্ষ ‘ক্যাডার’ আরেফিন ও সন্দ্বীপের কাউন্সিলর ইউসুফ গ্রেপ্তার  

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় জুতার দোকানের কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা শামশুল আরেফীন (৩৮) ও সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইউসুফ চৌধুরী (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাতে নগরীর সিঙ্গাপুর মার্কেট ও হালিশহরের রহমানবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল তাদের গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, 'মো. ইউসুফ চৌধুরী ও শামশুল আরেফীনকে নির্দিষ্ট হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন জুতার দোকানের কর্মচারী শহিদুল ইসলাম (৩৭)। এ ঘটনায় নিহতের ভাই মামলা দায়ের করলে (মামলা নম্বর-১৫) ইউসুফ ও আরেফীনের নাম এজাহারে উঠে আসে।

গ্রেপ্তার ইউসুফ চৌধুরী সন্দ্বীপ পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য। অপরদিকে শামশুল আরেফীন নগর স্বেচ্ছাসেবক লীগের ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড কমিটির সদস্য। তার স্থায়ী ঠিকানা ফেনী জেলায় হলেও তিনি হালিশহরের রহমানবাগ এলাকায় বসবাস করতেন।

রাজনৈতিক মহলে তিনি ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের ঘনিষ্ঠ ‘ক্যাডার’ হিসেবে পরিচিত।

(জেজে/এসপি/মে ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test