E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তাবলিগ জামাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

২০২৫ মে ২৬ ১৮:২৮:৩৬
তাবলিগ জামাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চলতি এসএসসি পরীক্ষা শেষে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলো মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬)। তাবলিগের সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাতার না জানা কাজী নাহিয়ান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় মরহুমের জানাজা শেষে ওইদিন রাতেই বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের পারিবারিক কবরস্তানে কাজী নাহিয়ানের মরদেহ দাফন করা হয়েছে। মৃত কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো। বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিলো সবার বড়।

তার (নাহিয়ান) মামা সাংবাদিক কাজী রনি জানান, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষে গত ২২ মে নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়। ঘটনারদিন ২৫ মে তারা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়ির জামে মসজিদে ছিলেন। তাদের তাবলিগ জামাতে ২২ জন সাথী ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তাবলিগ জামাতের সকল সাথীরা মিলে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যায়। নাহিয়ানের সাথে সকল সাথীরা গোসল শেষে মসজিদে ফিরে যান। কিন্তু নাহিয়ান পুকুরে ঘাটলায় জামা কাপড় ধৌত করছিলো। একপর্যায় সে পড়ে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর অন্যান্য সাথীরা স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে নাহিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

(টিবি/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test