E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তৃতীয় দিনেও চলছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

২০২৫ মে ২৬ ১৯:২০:৪৫
তৃতীয় দিনেও চলছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : নয় দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করে পথ নাটক, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা। টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে অচল হয়ে পরেছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ।

তৃতীয় দিন আজ সোমবার সকালের দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে। পরবর্তীতে তাদের দাবির পক্ষে শিক্ষার্থীরা কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতির কুশপুত্তলিকা দাহ করে। শিক্ষার্থীদের মানসিক চাঁপ ও অবস্থাপনা নিয়ে প্রতিবাদী পথ নাটক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, অ্যাকাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ নয় দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো তারা অ্যাকাডেমিক শাটডাউন চালিয়ে আসছেন।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. লিটন রাব্বানী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পরেছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ।

শিক্ষার্থীদের আন্দোলনের দাবি যৌক্তিক উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাই তারা এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। কলেজের দুইটি বিভাগে ৫১৫ জন শিক্ষার্থী রয়েছেন।

(টিবি/এসপি/মে ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test