E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শয়তানের নিঃশ্বাস’ চক্র সক্রিয়

নড়াইলে স্কুল দপ্তরী নান্নু খোয়ালেন ৭৪ হাজার টাকা

২০২৫ মে ২৭ ১৩:৫০:১৬
নড়াইলে স্কুল দপ্তরী নান্নু খোয়ালেন ৭৪ হাজার টাকা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে একটি  প্রতারক চক্রের ফাঁদে পড়ে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের দপ্তরী মোঃ নান্নু সরদার ৭৪ হাজার টাকা খোয়ালেন। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত নান্নু সরদার লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে জয়পুর ঈদগাহের সামনে ভ্যান ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নান্নু সরদার শহরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামের মরহুম আমির হোসেনের ছেলে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৬ মে) দুপুর ১১টার দিকে নান্নু সরদার ওই বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক যথাক্রমে কাজী বদরুজ্জামান, শারমিন ইসলাম ও রেশমিন নাহারের সরকারি অংশের বেতনসহ নিজের বেতন-ভাতার ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। এরপর তিনি বিদ্যালয়ের উদ্দেশে ব্যাংক থেকে রওনা হন। বাজার থেকে বের হয়ে নান্নু সরদার জয়পুর ঈদগাহের সামনে পৌঁছালে তিনি দেখতে পান যে, তার পরিহিত জামায় আঠালো জাতীয় কিছু লেগেছে।

বিষয়টি বুঝতে পেরে পথচারীদের পরামর্শে জামা ধোয়ার জন্য তিনি নবগঙ্গা নদীর পাড়ে জয়পুর দাখিল মাদ্রাসার ভেতরে থাকা একটি টিওবয়েলে যান। জামা ধোঁয়ার সময় টাকা ভর্তি ব্যাগটি পাশে রেখে দেন। কিছু সময় পর ফিরে এসে দেখেন, টাকার ব্যাগটি ঠিক থাকলেও ভেতরের ৭৪ হাজার টাকা নেই।

ভুক্তভোগী নান্নু সরদার জানান, নিজের পরিহিত জামায় আঠালো জাতীয় কিছু লেগে থাকায় মাদ্রাসার টিউবওয়েল থেকে জামার ময়লা ধোঁয়ার পর দেখতে পাই, টাকার ব্যাগ থাকলেও তাতে টাকা নেই। তার ধারণা, 'একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এ কাজ সংঘটিত করেছে। 'শয়তানের নিঃশ্বাস’ নামে একটি প্রতারক চক্র এহেন কাজ করতে পারে বলে তার ধারণা।

চুরি হওয়া ৭৪ হাজার টাকার মধ্যে কাজী বদরুজ্জামানের ২৩,২০০ টাকা, শারমিন ইসলামের ১২,২০০ টাকা, রেশমিন নাহারের ২৫,০০০ টাকা এবং নান্নু সরদারের নিজস্ব ১৩,৬০০ টাকা ছিল।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এএস/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test