E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

২০২৫ মে ২৭ ১৩:৫৫:০৯
সালথায় শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের  সালথা উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (উন্নয়ন তহবিল) এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।

এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের মানসম্মত শিক্ষার প্রয়োজন। ফরিদপুর জেলায় সবকয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো উন্নতি করতে হবে। শিক্ষকরাই পারে শিক্ষার মান উন্নয়ন করতে। মানসম্মত শিক্ষা প্রদানে সবাইকে গুরুত্ব দিতে হবে। আপনাদের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে।

(এএনএএইচ/এএস/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test