E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গর্ভধারণ না করেই দুধ দিচ্ছে বাছুর!

২০২৫ মে ২৭ ১৯:০৬:৩৯
গর্ভধারণ না করেই দুধ দিচ্ছে বাছুর!

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বাচ্চা প্রসবের পর গাভি দুধ দেবে, এটাই স্বাভাবিক। তবে গর্ভধারণ ছাড়াই ১১ মাস বয়সের বকনা বাছুর প্রতিদিন প্রায় দুই লিটার করে দুধ দিচ্ছে। অস্বাভাবিক এ ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কৌতুহলী মানুষ প্রতিদিন গাভীটি এক নজর দেখতে ভিড় করছেন আগৈলঝাড়ার পাশবর্তি উজিরপুরের মুন্সীরতালুক গ্রামের গরুর মালিকের বাড়িতে। বাছুর প্রসব কিংবা গর্ভধারণ ছাড়াই বকনা বাছুরের এভাবে দুধ দেওয়ায় বিস্মিত বাড়ির লোকজন। প্রথম প্রথম তারা সে দুধ ফেলে দিতেন। তবে সময় যতো সামনে এগোচ্ছে ততো বেশি পরিমানে দুধ দেয়ায় এখন ওই দুধ সেবন করছেন অন্য গাভীর বাছুরসহ গরুর মালিক ও তার পরিবারের সদস্যরা। গর্ভধারণের আগেই বকনা বাছুরের দুগ্ধবতী হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত গরুটিকে দেখতে আসছেন অনেকে। কুসংস্কারের প্রভাবে কেউ কেউ মানত করে সে দুধ ক্রয় করেও নিচ্ছেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে গরুর মালিক শ্যামল বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিন থেকে তিনি বাড়িতে গরু লালন-পালন করে আসছেন। এরইমধ্যে এবারই সর্বপ্রথম গত দশদিন ধরে ১১ মাস বয়সের একটি বকনা বাছুর হঠাৎ করে দুধ দেওয়া শুরু করেছে। তিনি বলেন, প্রথমে গরু ঘরে সামান্য পরিমানে দুধ পরে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বকনা বাছুরের দুধের বাঁট (ওলান) ফোলা দেখে তা নারাচারা করতেই দুধ আসতে শুরু করে। প্রথম কয়েকদিন দুই কেজি করে দুধ আসলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কেজি দুধ দিচ্ছে বকনা বাছুরটি। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনেও ক্রয় করে নিচ্ছেন।

চাঞ্চল্যকর এ খবর পেয়ে ওই বাড়িতে ছুটে আসা লোকজন বলেন, আমরা সাধারণত দেখি গর্ভধারণ করে বাছুর জন্ম দেয়ার পরই বকনা গরু দুধ দিয়ে থাকে। কিন্তু এখানে এর ব্যতিক্রম হয়েছে। তিনি আরও বলেন, গর্ভধারণ না করেই গরুতে যে দুধ দেয়, এমন অলৌকিক ঘটনা আমি জীবনেও দেখিনি। এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। ঘটনাটি বিরল হলেও অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানা রকম পরিবর্তনের ফলে এমনটি হয়েছে। তিনি আরও বলেন, এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু।

(টিবি/এসপি/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test