E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল  বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড

২০২৫ মে ২৮ ১৫:১১:৫০
স্বর্ণকলি স্কুলের ১৬ শিক্ষার্থী পেল  বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী পেয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী এওয়ার্ড।  বুধবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।  

প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় ওই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৬টি শাখায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর হাতে এওয়ার্ড হিসেবে ১টি করে মোবাইল ট্যাব তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, শিক্ষার্থী তানহা তাবাচ্ছুম, রাবিতা সাবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভীন।

প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড শিক্ষার্থীদের মধ্যে ভাল রেজাল্ট করার প্রতিযোগিতা সৃষ্টি করবে। তারা পড়াশোনার প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে । পবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল রেজাল্ট করবে । জেলা প্রশাসক মেবাইল ট্যাব সৃজনশীল কাজে ব্যবহারের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম বলেন, মেধা বিকাশে এ এওয়ার্ড শিক্ষার্থীদের দারুনভাবে উৎসাহিত করবে । এওয়ার্ড প্রদান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

(টিবি/এএস/মে ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test