E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ের ৬৭৫ জন মৎস্যজীবীর মাঝে ভিজিএফের চাল বিতরণ

২০২৫ মে ৩০ ১৩:৪৮:২২
কাপ্তাইয়ের ৬৭৫ জন মৎস্যজীবীর মাঝে ভিজিএফের চাল বিতরণ

রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞাকালীন হ্রদের উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলার ৬৭৫ জন তালিকাভুক্ত মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ এর চাল প্রদান করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১১ টায়  কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় প্রত্যেক জেলেকে জুন ও জুলাই মাসের ২০ কেজি করে সর্বমোট ৪০ কেজি চাল তুলে দেওয়া হয়।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এসময় কাপ্তাই মৎস্যজীবি সমবায় সমিতির সহ-সভাপতি ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন এবং স্থানীয় ইউপি মেম্বারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ন্যায় গত ১ মে থেকে আগামী ৩ মাসের জন্য মৎস্য আহরণ ও বিপণন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

(আরএম/এএস/মে ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test