E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

২০২৫ সেপ্টেম্বর ১৫ ১৮:২০:০৯
সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

সালথা প্রতিনিধি : ‘এসো হে নবীন, এগিয়ে চলো অবিরাম, অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। তোমরা পরিপূর্ণ তারুণ্যের অধিকারী, তোমরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। পরে আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
আবু সাঈদ খান।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার।

প্রধান অতিথি আবু সাঈদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে, আমি বিশ্বাস করি তোমরা নিঃসন্দেহে মেধাবী। তবে শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমরা ভাল রেজাল্ট করে এই কলেজের নাম উজ্জল করবে, এলাকার নাম উজ্জল করবে। যাতে অন্যরা সেই আলোয় ছুটে আসতে পারে। তোমাদের জানতে হবে, আমরা এই
প্রতিষ্ঠানটি করেছি ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে। এই কারনে তোমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। এবং দেশকে ভালবাসতে হবে। কোন ধরনের অন্যয়ে সাথে আপস করা যাবে না। যেখানে অন্যয় দেখবে সেখানের প্রতিবাদ করার চেষ্টা করবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সকলে মিলে-মিশে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভাল করবেন। আমরা চাই এই প্রতিষ্ঠানে শুধু আশ-পাশের শিক্ষার্থীরা নয়, শহর থেকে ছেলে মেয়েরা এসে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। আপনারা নিজেদেরকে সেই ভাড়ে গড়ে তুলুন। শিক্ষার্থীদের অন্যায়ের প্রতিবাদ করা শিখাবেন।

সবাইকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসছে হবে। সবাইকে দেশপ্রেমিক হতে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেদের জড়ানো যাবে না।
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, রামকান্তুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু নাসের আহম্মাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ও বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, বিভাগদী রিজিয়া-রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

(এএন/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test