E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৮:৫৩:৪২
সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

সালথা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলা শাখার সভাপতি সমীর সাহা, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মোঃ মামুন সরকার বলেন, এবছর উপজেলায় ৪৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে'। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।

(এএন/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test