E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাসে ডাকাতি, যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার ১

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৯:১১:১৫
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাসে ডাকাতি, যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার ১

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জের রুহিতপুরে র‌্যাব পরিচয়ে বাসে ডাকাতির ঘটনায় কেরানিগঞ্জ মডেল থানায় হওয়া মামলায় আবুল কালাম (৪৭) নামের এজাহারনামীয় আরেক আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল। তাকে নিয়ে এ মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

আজ বুধবার বিকেলের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে প্রতিষ্ঠানটির মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার উত্তরাধিকার ৭১ নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ মে সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের তুলসিখালী ব্রিজ এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত সাদা রংয়ের একটি মাইক্রোবাস ব্যবহার করে নবকলি পরিবহন এর একটি যাত্রীবাহী বাস থামিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তারা যাত্রীদের কাছ থেকে সর্বস্বলুট করে। ডাকাতি শেষে রামেরকান্দা এলাকার দিকে পালিয়ে যায়। পরে সংবাদ কেরাণীগঞ্জ মডেল থানার টহল টিম প্রাপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে পথিমধ্যে চেকপোস্ট স্থাপন করে ডাকাতি করার উদ্দেশ্যে ব্যবহৃত মাইক্রোবাসটি থামিয়ে ৫ জন ডাকাতকে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার করে এবং মাইক্রোবাসটির চালকসহ অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত কৌশলে পালিয়ে যায়।

ওই ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

আজ বুধবার দুপুরের দিকে র‌্যাব-১০ এর ওই আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি'র যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ওই চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি আবুল কালাম ওরফে লোকমান (৪৭), পিতা- মৃত- ইউনুস মাতাব্বর, সাং- গোবিন্দপুর, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test