E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এরশাদ নগর খ্রিষ্টীয় সেবক পাগলা সমিতির সভা অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ০৫ ১৪:২০:৪০
এরশাদ নগর খ্রিষ্টীয় সেবক পাগলা সমিতির সভা অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : খ্রিষ্টীয় সমাজে বা গ্রামীণ মরমী সাধনায় যারা ঈশ্বরের প্রেমে বা প্রার্থনায় অত্যন্ত মগ্ন থাকেন, তাঁদেরই স্থানীয়ভাবে 'পাগলা' বা 'পাগল' বলে আখ্যায়িত করা হয়। 

ধর্মীয় সংগীত ও প্রভুর বাক্য পরিবেশনের মধ্যদিয়ে নিজেরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করে প্রার্থনা করলে প্রভূ অনেক আশ্চর্য কাজ সাধন করে দিবেন। এই লক্ষ্যে এরশাদ নগর খ্রিষ্টীয় সেবক পাগলা সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক বড় সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেবক- সেবিকাগণ প্রার্থনা সভায় ছুটে আসেন।

সভার মূলবচন, "কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা"।

সভার উদ্ভোদন করেন, জাগরণী মিশন চার্চের পাদ্রী রেভার দিবারঞ্জন সরকার। সংগঠনটির সভাপতি ফ্রেডরিক মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিস্টার সুবোধ বাড়ৈর তত্বাবধানে, প্রশান্ত গাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক, ৪৯নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম কামু।

শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, আমরা সকল ধর্মমতের মানুষ স্বাধীন ভাবে নিজেদের ন্যায়সংগত ধর্মীয় অধিকার নিয়ে বসবাসে বিশ্বাস করি। এসময় তিনি সমবেত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা করতে বলেন।

উদ্বোধনী বক্তব্যে পাদ্রী রেভার দিবারঞ্জন সরকার বলেন, মানুষকে ভালো না বাসলে ঈশ্বরের অবাধ্যতা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গাজীপুর মহানগর ৪৯নং ওয়ার্ড এরশাদ নগরে জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় সভা কক্ষে সংগীত, আরাধনা, প্রভূর বাক্য পরিবেশন ও প্রার্থনার মধ্যদিয়ে দুই দিনব্যাপী এই সভা পরিচালিত হয়।

(জেইউ/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test