E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাবনার ঈশ্বরদীতে অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেফতার

২০১৬ অক্টোবর ২০ ২১:০৩:২৬
পাবনার ঈশ্বরদীতে অগ্রণী ব্যাংকের ৫ কর্মকর্তা গ্রেফতার

পাবনা প্রতিনিধি :ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঈশ্বরদীর পাকশী অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবনা শহর ও ঈশ্বরদী উপজেলার নিজ নিজ বাড়ি থেকে গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, অগ্রণী ব্যাংক পাকশী শাখার সাবেক ব্যবস্থাপক আফসার আলী, কাওসার হোসেন ও মোশাররফ হোসেন এবং কর্মকর্তা রমজান আলী ও নুরুল ইসলাম।

দুদক এর একটি সূত্র জানায়, ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে অগ্রণী ব্যাংক পাকশী শাখার ব্যবস্থাপক ও ওইসব কর্মকর্তারা পরস্পর যোগসাজশে ব্যংকের ৯৬ লাখ টাকা আত্মসাত করেন। এ ব্যাপারে দুদক মামলা করলে তাদের গ্রেফতার করা হয়।




(এসককেকে/এস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test